Presentation
Presentation এর বাংলা উপস্থাপনা, Design এর বাংলা নকশা। কোন বিষয় সম্পর্কে দর্শকের সামনে আলোচনা করাকে উপস্থাপনা বলা হয়। প্রশিক্ষক আপনার সামনে কম্পিউটার বিষয়ক আলোচনা করছে এটাও পেজেন্টেশন। টেলিভিশনে সংবাদ পাঠক সংবাদ পরিবেশন করছেন, এটাও পেজেন্টেশন। উল্লেখিত প্রত্যেকটি কাজের পূর্বে কিছু প্রস্তুতি দরকার। প্রস্তুতির ধরন গুলো ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আপনি ইচ্ছা করলে পেজেন্টেশন ডিজাইন সফটওয়্যার বা এ্যাপস এর সাহায্যে প্রস্তুতি বা পেজেন্টেশন তৈরি করতে পারেন। যা আপনাকে উপস্থাপনার কাজে সাহায্য করবে।