কিছু খুঁজছি, তাহলে এখানে।

What is Presentation?

Presentation

Presentation এর বাংলা উপস্থাপনা, Design এর বাংলা নকশা কোন বিষয় সম্পর্কে দর্শকের সামনে আলোচনা করাকে উপস্থাপনা বলা হয় প্রশিক্ষক আপনার সামনে কম্পিউটার বিষয়ক আলোচনা করছে এটাও পেজেন্টেশন টেলিভিশনে সংবাদ পাঠক সংবাদ পরিবেশন করছেন, এটাও পেজেন্টেশন উল্লেখিত প্রত্যেকটি কাজের পূর্বে কিছু প্রস্তুতি দরকার প্রস্তুতির ধরন গুলো ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন হয়ে থাকে আপনি ইচ্ছা করলে পেজেন্টেশন ডিজাইন সফটওয়্যার বা এ্যাপস এর সাহায্যে প্রস্তুতি বা পেজেন্টেশন তৈরি করতে পারেন যা আপনাকে উপস্থাপনার কাজে সাহায্য করবে

Create Presentation প্রেজেন্টেশন তৈরি।

Microsoft Power Point

Microsoft Power Point হচ্ছে Microsoft Office প্যকেজের একটি সফটওয়্যার পাওয়ার পয়েন্ট এর সাহায্যে কাজ করতে হলে মাইক্রোসফট অফিস প্যাকেজ প্রোগ্রামটি ইনস্টল করতে হবে ওয়ার্ড, এক্সেস, একসেস ইত্যাদি প্রোগ্রামের সাথে পাওয়ার পয়েন্ট থাকে

মাইক্রোসফট পাওয়র পয়েন্ট রান/চালু করা, সেভ/সংরক্ষণ করা, ওপেন করা, সেভ এ্যস, নতুন ফাইল চালু করা ইত্যাদি কাজ গুলো পূর্বে শিখে আসা এমএস ওয়ার্ড বা এক্সেল এর মতো তাই এখানে নতুন করে শিখানো হলো না

Slide Layout. Insert N Delete Slide. Cut, Copy N Paste Slide .

 Slide Layout:

লেআউট হলো একটি স্লাইডের কনটেন্ট এরিয়ার স্ট্রাকচার বা অবকাঠামো স্লাইডের কনটেন্ট গুলো কিভাবে সাজানো থাকবে তার স্ট্রাকচার বা অবকাঠামোকে লেআউট বলে

Home tab এর ‍Slides গ্রুপ এর Layout আইকনের ড্রপ ডাউনে ক্লিক করলে চিত্রের ন্যায় বিভিন্ন লেআউট এর স্লাইড দেখা যাবে সাধারনত Title Slide টি প্রেজেন্টেশনের প্রথম স্লাইড হিসেবে ব্যবহৃত হয়যেখানে পেজেন্টেশন ফাইলের প্রচ্ছদ বা শিরোনাম থাকে।


স্লাইড (Sllide) ডিজাইন এবং ট্রান্সজেকশন (Transition).

স্লাইড কে আকর্ষনীয় করার জন্য স্লাইড ডিজাইন জরুরী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে Design Tab এর অধীনে বিভিন্ন ডিজাইন এ্যাপ্লাই করা হয় ‘PowerPoint 01’ ফাইলটি ওপেন করি। এবার Design tab ক্লিক করলেই চিত্রের ন্যায় বিভিন্ন ডিজাইন বিশিষ্ট আইকন দেখা যাবে ডিজাইন টেমপ্লেটের একটি একটি করে আইকনে ক্লিক করলে প্রার্থক্য বুঝতে পারবো পছন্দের ডিজাইন ক্লিক করে ফাইলটি সেভ করলেই কাঙ্খিত ডিজাইন এপ্লাই হয়ে যাবে


Customize Design: প্রদত্ত ডিজাইন পছন্দ না হলে ইচ্ছামতো ডিজাইন তৈরি করা যাবে

Animation in PowerPoint.

Animation এর বাংলা সজীবতা, আবেগ, উদ্দীপনা ইত্যাদি পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনের ক্ষেত্রে কনটেন্ট এর মধ্যে উদ্দীপনা দান করা, যাতে কনটেন্ট মুভমেন্ট (নড়াচড়া) করতে পারে ট্রানজেকশন প্রেজেন্টেশনে এক স্লাইড থেকে অন্য স্লাইডে প্রয়োগ হয়কিন্তু এ্যনিমেশন স্লাইডের ভিতরের কনটেন্ট এর মধ্যে প্রয়োগ হয়

স্লাইড কনটেন্ট

পেজেন্টেশন ফাইল সাধারনত স্লাইড নিয়ে গঠিত। প্রতিটি স্লাইডের মধ্যে যে উপাদান গুলো যেমন- টেক্স, পিকচার, টেবিল ইত্যাদি থাকে তাকে স্লাইড কনটেন্ট বলে।

Slide View in Presentation.

Power Point Presentation প্রোগ্রামের Windows এর নিচে ডান পাশে চিত্রের ন্যায় কিছু আইকন দেখা যায় এই আইকন গুলোকে ভিউ (View) আইকন বা ভিউ বাটন বলে ভিউ বাটনের সাহায্যে প্রেজেন্টেশন ফাইলের স্লাইড গুলো কিভাবে দেখা যাবে তা নির্ধারন করে ‘PowerPoint 01’ ফাইলটি ওপেন করি। 

০১. Normal View: 


By Default, ভিউ হচ্ছে নরমাল ভিউ, যেকোন প্রেজেন্টেশন নরমাল ভিউতে রান হয় নরমাল ভিউতে বাম পাশে প্রতিটি স্লাইড একটি একটি করে সাজানো থাকবে বাম পাশের Navigation Pane কে প্রেজেন্টেশনের Summary বলা যেতে পারে শুধু মাত্র একটিভ স্লাইডটি ডান পাশে বড় করে দেখা যাবে স্লাইড ইডিট বা তৈরি করার সময় নরমাল ভিউ ব্যবহার করা হয়

Excell Fundamental (Excel windows environment, Work Sheet, Workbook ETC)

 স্প্রেডশিট (Spreadsheet)

Spread এর অর্থ ছড়ানো এবং Sheet এর অর্থ পাতা Spread Sheet শব্দটির অভিধানিক অর্থ হলো ছড়ানো পাতা গ্রাফ কাগজের ন্যায় আনুভূমিক এবং উলম্বভাবে অনেকগুলো টানা টানা দাগের সমন্বয়ে গঠিত টানা দাগগুলো আয়তাকার ছোট ছোট ঘর তৈরি করে, ঘরগুলোকে সেল (Cell) বলা হয় এরূপ হাজার হাজার সেল নিয়ে স্প্রেডশিট গঠিত টানা টানা দাগগুলোর ফলে আড়াআডি এবং উলম্বভাবে লম্বা লম্বা কিছু ঘর তৈরি হয় আড়াআড়ি লম্বা ঘর গুলোকে সারি (Row) এবং উলম্বভাবে লম্বা ঘর গুলোকে কলাম (Column) বলা হয়

রো এবং কলাম এর সমন্বয়ে গঠিত উপাত্ত বা ডাটা সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে সহজে হিসাবনিকাশের জন্য ব্যবহৃত প্যাকেজ প্রোগ্রামকে স্প্রেডশিট বিশ্লেষণ প্যাকেজ প্রোগ্রাম বা স্প্রেডশিট বিশ্লেষণ সফটওয়্যার বলে মাইক্রো বা পার্সোনাল কম্পিউটারের জন্য প্রথম স্প্রেডশিট প্রোগ্রাম তৈরি করেনরবার্ট ফ্রাংকস্টোন (Robert Frank Stone)’১৯৭৮ সালে তার স্প্রেডশিট প্রোগ্রামের নাম ছিল ভিসিক্যাল্ক (Visicale) যা অ্যাপল (Apple - II) কম্পিউটারে ব্যবহৃত হয় এরপর থেকে স্প্রেডশিট দ্রুত জনপ্রিয়তা লাভ করে জনপ্রিয় স্প্রেডশিট প্যাকেজ প্রোগ্রামের মধ্যে অন্যতম হচ্ছে

”কোটেশন”

ডিজিটাল শিক্ষা গ্রহন করি। নিজে ডিজিটাল হই। দেশকে ডিজিটাল করি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

সাইটটি ভাল লাগলে লাইক ও শেয়ার করুন