অতি সংক্ষেপে উত্তর দাওঃ
০১। ডাটাবেজ (Database) কাকে বলে?
উত্তর: ডাটা (Data) শব্দের অর্থ উপাত্ত এবং বেজ (Base) শব্দের অর্থ ঘাটি বা সমাবেশ। ডাটাবেজ
হচ্ছে সম্পর্কিত বিষয়ের ব্যপক উপাত্তের ঘাটি বা সমাবেশ।
০২। মাইক্রোসফট একসেস কি?
উত্তর: মাইক্রোসফ্ট এক্সেস হচ্ছে একটি ডাটাবেজ
ম্যানেজমেন্ট প্রোগ্রাম। মাইক্রোসফট এক্সেস কে আমরা Data
Base Management System (DBMS) বলে থাকি.
০৩। MS Access
program এ export এর কাজ কী?
উত্তর: এমএস এক্সেস হতে ডাটা কপি করা। export এর সাহায্যে এক্সেস হতে ডাটা অন্য
প্রোগ্রামে যেমন এক্সেল এ নিয়ে যাওয়া যায়।
০৪। Primary key বলতে কী বোঝায় ?
উত্তর: যে ফিল্ডের সাহায্যে প্রতিটি রেকর্ড কে আলাদা
ভাবে (ইউনিক) সনাক্ত করা যায় তাকে প্রাইমারী কী ফিল্ড বলে।
০৫। ফরেন ‘কী’ (Foreign key) বলতে কী বোঝায়?
উত্তর: যদি ডেটাবেজের একটি টেবিলের প্রাইমারী কী অন্য
টেবিলের সাধারন কী হিসেবে ব্যবহৃত হয় তখন ফরেন কী বলে।
০৬। দুটি Database software – এর নাম লেখ ।
উত্তর: M.S Access, Oracle, Dbase, MySQL ইত্যাদি।
০৭। ডাটাবেসের বিভিন্ন উপাদানগুলো কী কী?
উত্তর: ডেটা, রেকর্ড, ফিল্ড।
০৮। File ও Record –এর মাঝে ১ টি পার্থক্য লেখ ।
উত্তর: ফাইল হচ্ছে এক বা একাধিক টেবিল বা তথ্যের ভান্ডার।
অপরদিকে টেবিলের প্রতিটি সারির উপাত্তের সম্মেলন হচ্ছে রেকর্ড, রেকর্ড হচ্ছে মূলত তথ্য।
০৭। Table
merge করা বলতে কী বোঝায়?
উত্তর: দুই বা তার অধিক টেবিল কে এক টেবিলে পরিনত করাকে
মার্জ টেবিলে বলে।
০৮। SQL – এর মূল তিনটি ক্লোজ লেখ ।
উত্তর: মূল তিনটি ক্লোজ হলো- (i) SELECT
(ii)FROM (iii)WHERE
০৯। MS –
Access – এ (Query) ক্যুয়েরি কেন ব্যবহৃত হয়?
উত্তর: টেবিলে সংরক্ষিত বিপুল পরিমান ডেটা হতে
কাঙ্খিত ডেটা খুজে বের করার নিয়মকে কুয়েরী বলে।
১০। ডেটা বেজের রেকর্ড মুছে ফেলা যায় কিভাবে?
উত্তর: ক) রেকর্ড সিলেক্ট খ) রাইট ক্লিক গ)
ক্লিক Delete রেকর্ড ঘ) ক্লিক Yes
১১। ডেটা এপ্লিকেশন সফটওয়্যার কি।
উত্তর: যে সফটওয়্যার ব্যবহার করে ডাটা ম্যানেজ করা যায় তাকে ডেটা এপ্লিকেশন সফটওয়্যার
বলে। যেমন এম. এস. এক্সেস।
১২। এমএস এক্সেস এর কয়েকটি ডেটা টাইপের নাম লেখ।
উত্তর: ক) টেক্সট, খ) নাম্বার, গ) কারেন্সী,
ঘ) ডেট টাইম, ঙ) OLE, চ) অটো নাম্বার, ছ) ম্যামো ইত্যাদি।
১৩। এক্সেস এ ফর্ম এর কাজ কি?
উত্তর: ডেটা বেজের টেবিলের মধ্যে ডাটা এন্টি করার আকর্ষনীয় পদ্ধতি।
০১। MS Access একটি……. program ।
উত্তর: ডাটাবেজ
০২। Primary key -এর কাজ হলো……. ।
উত্তর: ফিল্ড কে ইউনিক করা।
০৩। ……এর কাজে Query ব্যবহার করা হয় ।
উত্তর: ডাটা অনুসন্ধানের।
০৪ । MS Access একটি ...... সফটওয়্যার ।
উত্তর: ডাটাবেজ
০৫। MS Access – এ .....ধরনের ডাটা টাইপ পাওয়া যায়।
উত্তর: ১০
০৬। Record হলো কতগুলো.......এর সমষ্টি।
উত্তর: ফিল্ডের
০৭। Database - এ প্রথম তৈরি করতে হয়.......।
উত্তর: টেবিল
০৮। SQL এর পূর্ণরূপ হলো ............।
উত্তর: Structured Query Language
০৯। Data sort ...........প্রকার।
উত্তর: দুই
১০। ম্যাক্রো হলো
ডাটাবেসের একটি শক্তিশালী........।
উত্তর: Tool
১১। Accounting কাজে মূলত ..........প্যকেজ ব্যবহৃত হয়।
উত্তর: এমএস এক্সেস।
১২। ....... কী এর সাহায্যে ডাটাবেজ এর সকল রেকর্ড কে আলাদা করা যায়।
উত্তর: প্রাইমারী
১৩। কুয়েরীর কাজ হলো ডাটাবেজ থেকে ....... অনুসারে ডেটা প্রদর্শন করা।
উত্তর: শর্ত
০১। ফিল্ডের সমষ্টি হচ্ছে রেকর্ড।
উত্তর: সত্য
০২। Module – এর কাজ নতুন Program তৈরি করা।
উত্তর: মিথ্যা
০৩। Report design উইন্ডোতে ব্যান্ড সংখ্যা ৩ টি।
উত্তর: সত্য
০৪। যে কোনো ডাটাকে দু’ ভাবে Sort করা যায় ।
উত্তর: সত্য
০৫। MS Access একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ।
উত্তর: মিথ্যা
০৬। Report – এর কাজ হলো File কে প্রদর্শন করা।
উত্তর: মিথ্যা
০৭। কতগুলো সম্পর্কযুক্ত – Record এর সমষ্টিই হলো Table
উত্তর: সত্য
০৮। MS Access এ Grammar চেক করা যায় না।
উত্তর: সত্য
০৯। MS
– Excel একটি Database
প্যাকেজ প্রোগ্রাম।
উত্তর: সত্য
১০। এক্সেস দিয়ে নতুন ডাটাবেজ তৈরি করা যায়।
উত্তর: সত্য
১১। ব্যাপক কোন তথ্য থেকে বিশেষ কোন রেকর্ডকে খুজে বের করাকে কুয়েরী বলে।
উত্তর: সত্য
১২। ডাটাবেজের ক্ষেত্রে কতগুলো রেকর্ডকে একত্রে ফাইল বলা হয়।
উত্তর: সত্য
১৩। ওয়ান টু মেনি একটি ডাটাবেজ রিলেশনশিপের নাম।
উত্তর: সত্য
০১। MS Access এর print file কে কী বলা হয়?
ক) Form file খ) Report file
গ) Query file ঘ) Table
উত্তর: খ) Report file
০২। ডাটাবেজের ক্ষুদ্রতম অংশকে কী বলা হয়
ক) File খ) Record
গ) Field ঘ) Table
উত্তর: খ) Record
০৩। কোনটি Database program?a
ক) Word Perfect খ) MS Excel
গ) MS Access ঘ) MS PowerPoint
উত্তর: গ)
MS Access
০৪। একটি ফিল্ডের নাম লিখতে সর্বোচ্চ কয়টি
Character ব্যবহৃত হয়?
ক) 40 টি খ) 32 টি
গ) 21টি ঘ) 64 টি
উত্তর: ঘ)
64 টি
০৫। MS Access টেবিল ইমেজ সংযোজনের ডাটা টাইপ হচ্ছে –
ক) Text খ) Currency
গ) OLE ঘ) Memo
উত্তর: গ)
OLE
০৬। রহিমের জন্ম তারিখ ২৪ শে অক্টবোর , ২০০১
রেকর্ড সন্নিবেশনের জন্য ফিল্ডের ধরন হবে –
ক) Text type খ) Numeric type
গ) Date time type ঘ) OLE type
উত্তর: গ)
Date time type
০৭। ছবি, টেক্সট
,গ্রাফ ইত্যাদির ক্ষেত্রে কোন Object
টি ব্যবহৃত হয়?
ক) Hyperlink খ) OLE
গ) Text ঘ) Ctrl/ No.
উত্তর: খ)
OLE
০৮। ডাটাবেজ টেবিলে Primary key নির্ধারণ করা হয় ।
ক) Relation সৃষ্টির জন্য
খ) Table তৈরির জন্য
গ) Design করার জন্য
ঘ) Table import করার জন্য
উত্তর: ক)
Relation সৃষ্টির জন্য
০৯। ডাটাবেজ ফাইলের Extension কোনটি ?
ক) .db খ) .dbf
গ) .mdb ঘ) .mdbf
উত্তর:
১০। Primary
Key কোথায় ব্যবহৃত হয়?
ক) MS Word খ) MS Access
গ) Google ঘ) MS Excel
উত্তর: খ)
MS Access