কিছু খুঁজছি, তাহলে এখানে।

Showing posts with label Access Questions. Show all posts
Showing posts with label Access Questions. Show all posts

এম.এস. এক্সেস প্রশ্ন উত্তর অনুশীলনী ০৭

অতি সংক্ষেপে উত্তর দাওঃ

০১ডাটাবেজ (Database) কাকে বলে?

উত্তর: ডাটা (Data) শব্দের অর্থ উপাত্ত এবং বেজ (Base) শব্দের অর্থ ঘাটি বা সমাবেশ। ডাটাবেজ হচ্ছে সম্পর্কিত বিষয়ের ব্যপক উপাত্তের ঘাটি বা সমাবেশ।

০২। মাইক্রোসফট একসেস কি?
উত্তর:
মাইক্রোসফ্ট এক্সেস হচ্ছে একটি ডাটাবেজ ম্যানেজমেন্ট প্রোগ্রাম মাইক্রোসফট এক্সেস কে আমরা Data Base Management System (DBMS) বলে থাকি.

০৩। MS Access program export এর কাজ কী?

উত্তর: এমএস এক্সেস হতে ডাটা কপি করা। export এর সাহায্যে এক্সেস হতে ডাটা অন্য প্রোগ্রামে যেমন এক্সেল এ নিয়ে যাওয়া যায়।

Primary key  বলতে কী বোঝায় ?

উত্তর: যে ফিল্ডের সাহায্যে প্রতিটি রেকর্ড কে আলাদা ভাবে (ইউনিক) সনাক্ত করা যায় তাকে প্রাইমারী কী ফিল্ড বলে।

০৫। ফরেনকী’ (Foreign key) বলতে কী বোঝায়?

উত্তর: যদি ডেটাবেজের একটি টেবিলের প্রাইমারী কী অন্য টেবিলের সাধারন কী হিসেবে ব্যবহৃত হয় তখন ফরেন কী বলে।

দুটি Database software – এর নাম লেখ

উত্তর: M.S Access, Oracle, Dbase, MySQL ইত্যাদি।  

ডাটাবেসের বিভিন্ন উপাদানগুলো কী কী?

উত্তর: ডেটা, রেকর্ড, ফিল্ড।

০৮। File Record –এর মাঝে টি পার্থক্য লেখ

উত্তর: ফাইল হচ্ছে এক বা একাধিক টেবিল বা তথ্যের ভান্ডার। অপরদিকে টেবিলের প্রতিটি সারির উপাত্তের সম্মেলন হচ্ছে রেকর্ড, রেকর্ড হচ্ছে মূলত তথ্য।

০৭ Table merge করা বলতে কী বোঝায়?

উত্তর: দুই বা তার অধিক টেবিল কে এক টেবিলে পরিনত করাকে মার্জ টেবিলে বলে।

০৮ SQL – এর মূল তিনটি ক্লোজ লেখ

উত্তর: মূল তিনটি ক্লোজ হলো- (i) SELECT (ii)FROM (iii)WHERE

০৯ MS – Access – (Query) ক্যুয়েরি কেন ব্যবহৃত হয়?

উত্তর: টেবিলে সংরক্ষিত বিপুল পরিমান ডেটা হতে কাঙ্খিত ডেটা খুজে বের করার নিয়মকে কুয়েরী বলে।

১০। ডেটা বেজের রেকর্ড মুছে ফেলা যায় কিভাবে?

উত্তর: ক) রেকর্ড সিলেক্ট খ) রাইট ক্লিক গ) ক্লিক Delete রেকর্ড ঘ) ক্লিক Yes

১১। ডেটা এপ্লিকেশন সফটওয়্যার কি।
উত্তর:
যে সফটওয়্যার ব্যবহার করে ডাটা ম্যানেজ করা যায় তাকে ডেটা এপ্লিকেশন সফটওয়্যার বলে। যেমন এম. এস. এক্সেস।

১২। এমএস এক্সেস এর কয়েকটি ডেটা টাইপের নাম লেখ।

উত্তর: ক) টেক্সট, খ) নাম্বার, গ) কারেন্সী, ঘ) ডেট টাইম, ঙ) OLE, চ) অটো নাম্বার, ছ) ম্যামো ইত্যাদি।

১৩। এক্সেস এ ফর্ম এর কাজ কি?

উত্তর: ডেটা বেজের টেবিলের মধ্যে ডাটা এন্টি করার আকর্ষনীয় পদ্ধতি।

সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর: 

MS Access একটি……. program

      উত্তর: ডাটাবেজ

০২ Primary key -এর কাজ হলো…….

      উত্তর: ফিল্ড কে ইউনিক করা।

০৩ ……এর কাজে Query ব্যবহার করা হয়

      উত্তর: ডাটা অনুসন্ধানের।

০৪ MS Access একটি ...... সফটওয়্যার

      উত্তর: ডাটাবেজ

০৫ MS Access – .....ধরনের ডাটা টাইপ পাওয়া যায়

      উত্তর: ১০

০৬ Record হলো কতগুলো.......এর সমষ্টি

      উত্তর: ফিল্ডের

০৭ Database - প্রথম তৈরি করতে হয়.......

      উত্তর: টেবিল

০৮ SQL এর পূর্ণরূপ হলো ............

      উত্তর: Structured Query Language

০৯ Data sort ...........প্রকার

      উত্তর: দুই

১০ম্যাক্রো হলো ডাটাবেসের একটি শক্তিশালী........।

      উত্তর: Tool

১১। Accounting কাজে মূলত ..........প্যকেজ ব্যবহৃত হয়।

      উত্তর: এমএস এক্সেস।

১২। ....... কী এর সাহায্যে ডাটাবেজ এর সকল রেকর্ড কে আলাদা করা যায়।

      উত্তর: প্রাইমারী

১৩। কুয়েরীর কাজ হলো ডাটাবেজ থেকে ....... অনুসারে ডেটা প্রদর্শন করা।

      উত্তর: শর্ত

  বাক্যটি সত্য হলেমিথ্যা হলেমিলেখ:

০১ ফিল্ডের সমষ্টি হচ্ছে রেকর্ড

      উত্তর: সত্য

০২ Module – এর কাজ নতুন Program তৈরি করা

      উত্তর: মিথ্যা

০৩ Report design উইন্ডোতে ব্যান্ড সংখ্যা টি

      উত্তর: সত্য

০৪ যে কোনো ডাটাকে দু’ ভাবে Sort করা যায়

      উত্তর: সত্য

০৫ MS Access একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ

      উত্তর: মিথ্যা

০৬ Report – এর কাজ হলো File কে প্রদর্শন করা

      উত্তর: মিথ্যা

০৭ কতগুলো সম্পর্কযুক্ত – Record এর সমষ্টিই হলো Table

      উত্তর: সত্য

০৮ MS Access Grammar চেক করা যায় না

      উত্তর: সত্য

০৯ MS – Excel একটি Database প্যাকেজ প্রোগ্রাম

      উত্তর: সত্য

১০। এক্সেস দিয়ে নতুন ডাটাবেজ তৈরি করা যায়।

      উত্তর: সত্য

১১। ব্যাপক কোন তথ্য থেকে বিশেষ কোন রেকর্ডকে খুজে বের করাকে কুয়েরী বলে।

      উত্তর: সত্য

১২। ডাটাবেজের ক্ষেত্রে কতগুলো রেকর্ডকে একত্রে ফাইল বলা হয়।

      উত্তর: সত্য

১৩। ওয়ান টু মেনি একটি ডাটাবেজ রিলেশনশিপের নাম।

      উত্তর: সত্য

  সঠিক উত্তরটিতে টিক (∙) চিহ্ন দাও:

০১ MS  Access এর print file  কে কী বলা হয়?

) Form file                     ) Report file

) Query file                    ) Table

      উত্তর: ) Report file

০২ ডাটাবেজের ক্ষুদ্রতম অংশকে কী বলা হয়

) File                                ) Record

) Field                              ) Table

      উত্তর: ) Record

০৩ কোনটি  Database program?a

) Word Perfect  ) MS Excel

) MS Access        ) MS PowerPoint

      উত্তর: ) MS Access

০৪ একটি ফিল্ডের নাম লিখতে সর্বোচ্চ কয়টি

Character ব্যবহৃত হয়?

) 40 টি                               ) 32 টি

) 21টি                                ) 64 টি

      উত্তর: ) 64 টি

০৫ MS Access টেবিল ইমেজ সংযোজনের ডাটা টাইপ হচ্ছে

) Text                              ) Currency

) OLE                               ) Memo

      উত্তর: ) OLE

০৬রহিমের জন্ম তারিখ ২৪ শে অক্টবোর , ২০০১ রেকর্ড সন্নিবেশনের জন্য ফিল্ডের ধরন হবে

) Text type                    ) Numeric type

) Date time type          ) OLE type

      উত্তর: ) Date time type

০৭ছবি, টেক্সট ,গ্রাফ ইত্যাদির ক্ষেত্রে কোন Object

টি ব্যবহৃত হয়?

)  Hyperlink                  ) OLE

) Text                               )  Ctrl/ No.

      উত্তর: ) OLE

০৮ ডাটাবেজ টেবিলে Primary key নির্ধারণ করা হয়

) Relation সৃষ্টির জন্য       

) Table তৈরির জন্য

) Design করার জন্য           

) Table import করার জন্য

      উত্তর: ) Relation সৃষ্টির জন্য

০৯ ডাটাবেজ ফাইলের Extension কোনটি ?

) .db                                 ) .dbf

) .mdb                              ) .mdbf

      উত্তর:

১০ Primary Key  কোথায় ব্যবহৃত হয়?

) MS Word                    ) MS Access

) Google                          ) MS Excel

      উত্তর: ) MS Access

 

”কোটেশন”

ডিজিটাল শিক্ষা গ্রহন করি। নিজে ডিজিটাল হই। দেশকে ডিজিটাল করি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

সাইটটি ভাল লাগলে লাইক ও শেয়ার করুন