০১। MS PowerPoint কী ধরনের প্যাকেজ?
উত্তর: MS PowerPoint প্রেজন্টেশন প্যাকেজ সফটওয়্যার।
০২। Slider
sorter কী ?
উত্তর: Slide Sorter একটি ভিউ কমান্ড, এর সাহায্যে পেজেন্টেশন ফাইলের সবগুলো স্লাইড একসাথে দেখা যায়।
০৩।
Animation কী ?
উত্তর: স্লাইডের যেকোন অবজেক্ট যেমন টেক্স, ইমেজ, পিকচার ইত্যাদি কে মুভমেন্ট বা নড়াচড়া করার জন্য ব্যবহৃত কমান্ড।
০৪। Editing screen কী?
উত্তর: ইডিটিং স্ক্যান এক প্রকার সফটওয়্যার যার সাহায্যে সরাসরি স্কিনে টেক্স, ইমেজ ইডিট করা যায়।
০৫। Slide
animation বা Slide Show প্রদর্শন করার জন্য কোন কমান্ড ব্যবহার
করা হয়।
উত্তর: Shift = F5 অথবা F5.
০৬। Slide design কী?
উত্তর: পেজেন্টেশন কে আরোও দৃষ্টিনন্দন করার জন্য স্লাইডের মধ্যে বিভিন্ন ধরনের ইফেক্ট প্রয়োগ করাকে স্লাইড ডিজাইন বলে।
০৭। স্লাইড (Slide) কি?
উত্তর: পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইলে প্রতিটি পৃষ্টাকে স্লাইড বলে।
০৮। Design templete ব্যবহারের সুবিধা কি?
উত্তর: পূর্বে থেকে প্রেজেন্টেশন এর নমুনা ডিজাইন করে রাখাকে টেমপ্লেট বলে। ডিজাইন টেমপ্লেট ব্যবহারের ফলে অতি সহজে খুব দ্রুত নতুন প্রেজেন্টেশন তৈরি করা যায়।
০৯। প্রেজেন্টেশন (Presentation) কী?
উত্তর: পাওয়ার পয়েন্টের ফাইলকে প্রেজেন্টেশন বলা হয়। প্রেজেন্টেশন এর বাংলা উপস্থাপনা করা।
১০। স্লাইড ট্রানজেকশন (Slide Transition) কী?
উত্তর: প্রেজেন্টেশনের সময় এক স্লাইড থেকে অন্য স্লাইডে যাওয়ার সময় যে ইফেক্ট প্রয়োগ করা হয়, তাকে স্লাইড ট্রানজেকশন বলে।
০১। নতুন প্রেজেন্টের তৈরির জন্য ..........অপশনটি ব্যবহৃত হয়।
উত্তর: New Presentation
০২। স্লাইড শো এর জন্য ….. ব্যবহৃত হয়।
উত্তর: Shift +F5
০৩। Microsoft Power Point একটি …… সফটওয়্যার প্যাকেজ।
উত্তর: Microsoft Office
০৪। Power Point একটি ….. সফটওয়্যার।
উত্তর: প্রেজেন্টেশন
০৫। স্লাইড শো ….. সফটওয়্যারের কমান্ড।
উত্তর:
পাওয়ার পয়েন্ট
০৬। প্রেজেন্টেশনের এক একটি পেজ কে …. বলা হয়।
উত্তর:
স্লাইড।
০১। স্লাইড শো - এর জন্য Shift +F6 ফাংশন ‘কী’চাপতে হয়।
উত্তর: মিথ্যা।
০২। Power
point এ Slide show হয় F4 সুইসে।
উত্তর: মিথ্যা।
০৩। চিঠিপত্র লেখার কাজে Power point
ব্যবহার করা হয়।
উত্তর: মিথ্যা।
০৪। পাওয়ার পয়েন্টের প্রতিটি পৃষ্টাকে স্লাইড বলা
হয়।
উত্তর:
সত্য।
০৫। পাওয়ার পয়েন্ট একটি প্রেজেন্টেশন সফটওয়্যার।
উত্তর:
সত্য।
০৬। পাওয়ার পয়েন্টে কাস্টম এ্যনিমেশন সেট করা যায়
না।
উত্তর:
মিথ্যা।
৪৩। Slide object বলা হয়
-
ক) Slide এর একাধিক অংশকে ।
খ) Slide এর বিশিষ্ট অংশকে ।
গ) Slide এর সংশ্লিষ্ট অংশকে ।
ঘ) Slide এর প্রতিটি অংশকে ।
উত্তর: ঘ) Slide এর প্রতিটি অংশকে ।
০২। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কোন ধরনের সফটওয়্যার।
ক) word Processing খ)
Spreadsheets
গ) Animation & Design ঘ) Database
উত্তর: গ) Animation & Design
০৩। স্লাইড শো এর জন্য কমান্ড
ক) Shift + F খ) Shift + F5
গ) Ctrl +F5 ঘ) Alt + F5
উত্তর: খ) Shift + F5
০৪। কোনটি প্রেজেন্টেশন সফটওয়্যার।
ক) MS Word খ) MS Excel
গ) MS Access ঘ) MS Power point
উত্তর: ঘ) MS Power point