কিছু খুঁজছি, তাহলে এখানে।

Showing posts with label PowerPoint Questions. Show all posts
Showing posts with label PowerPoint Questions. Show all posts

এম.এস. পাওয়ার পয়েন্ট প্রশ্ন উত্তর অনুশীলনী ০৬

 


  অতি সংক্ষেপে উত্তর দাওঃ

০১ MS PowerPoint কী ধরনের প্যাকেজ?

উত্তর: MS PowerPoint প্রেজন্টেশন প্যাকেজ সফটওয়্যার

০২ Slider sorter কী ?

উত্তর: Slide Sorter একটি ভিউ কমান্ড, এর সাহায্যে পেজেন্টেশন ফাইলের সবগুলো স্লাইড একসাথে দেখা যায়

০৩ Animation কী ?

উত্তর: স্লাইডের যেকোন অবজেক্ট যেমন টেক্স, ইমেজ, পিকচার ইত্যাদি কে মুভমেন্ট বা নড়াচড়া করার জন্য ব্যবহৃত কমান্ড

০৪ Editing screen কী?

উত্তর: ইডিটিং স্ক্যান এক প্রকার সফটওয়্যার যার সাহায্যে সরাসরি স্কিনে টেক্স, ইমেজ ইডিট করা যায়

০৫ Slide animation বা Slide Show  প্রদর্শন করার জন্য কোন কমান্ড ব্যবহার করা হয়

উত্তর: ‍Shift = F5 অথবা F5.

০৬Slide design কী?

উত্তর: পেজেন্টেশন কে আরোও দৃষ্টিনন্দন করার জন্য স্লাইডের মধ্যে বিভিন্ন ধরনের ইফেক্ট প্রয়োগ করাকে স্লাইড ডিজাইন বলে

০৭ স্লাইড (Slide) কি?

উত্তর: পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইলে প্রতিটি পৃষ্টাকে স্লাইড বলে

০৮ Design templete ব্যবহারের সুবিধা কি?

উত্তর: পূর্বে থেকে প্রেজেন্টেশন এর নমুনা ডিজাইন করে রাখাকে টেমপ্লেট বলে ডিজাইন টেমপ্লেট ব্যবহারের ফলে অতি সহজে খুব দ্রুত নতুন প্রেজেন্টেশন তৈরি করা যায়

০৯ প্রেজেন্টেশন (Presentation) কী?

উত্তর: পাওয়ার পয়েন্টের ফাইলকে প্রেজেন্টেশন বলা হয় প্রেজেন্টেশন এর বাংলা উপস্থাপনা করা

১০ স্লাইড ট্রানজেকশন (Slide Transition) কী?

উত্তর: প্রেজেন্টেশনের সময় এক স্লাইড থেকে অন্য স্লাইডে যাওয়ার সময় যে ইফেক্ট প্রয়োগ করা হয়, তাকে স্লাইড ট্রানজেকশন বলে

সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর: 

নতুন প্রেজেন্টের তৈরির জন্য ..........অপশনটি ব্যবহৃত হয়

      উত্তর: New Presentation

০২। স্লাইড শো এর জন্য ….. ব্যবহৃত হয়।

     উত্তর: Shift +F5

০৩। Microsoft Power Point একটি …… সফটওয়্যার প্যাকেজ।

     উত্তর: Microsoft Office

০৪। Power Point একটি ….. সফটওয়্যার।

     উত্তর: প্রেজেন্টেশন

০৫। স্লাইড শো ….. সফটওয়্যারের কমান্ড।

      উত্তর: পাওয়ার পয়েন্ট

০৬। প্রেজেন্টেশনের এক একটি পেজ কে …. বলা হয়।

      উত্তর: স্লাইড।

  বাক্যটি সত্য হলেমিথ্যা হলেমিলেখ:

০১ স্লাইড শো - এর জন্য Shift +F6 ফাংশনকীচাপতে হয়

      উত্তর: মিথ্যা।

Power point Slide show হয় F4 সুইসে

      উত্তর: মিথ্যা।

চিঠিপত্র লেখার কাজে Power point ব্যবহার করা হয়

     উত্তর: মিথ্যা।

০৪। পাওয়ার পয়েন্টের প্রতিটি পৃষ্টাকে স্লাইড বলা হয়।

      উত্তর: সত্য।

০৫। পাওয়ার পয়েন্ট একটি প্রেজেন্টেশন সফটওয়্যার।

      উত্তর: সত্য।

০৬। পাওয়ার পয়েন্টে কাস্টম এ্যনিমেশন সেট করা যায় না।

      উত্তর: মিথ্যা।

  সঠিক উত্তরটিতে টিক (∙) চিহ্ন দাও:

৪৩ Slide object বলা হয় -

) Slide  এর একাধিক অংশকে

) Slide  এর বিশিষ্ট অংশকে

) Slide  এর সংশ্লিষ্ট অংশকে

) Slide  এর প্রতিটি অংশকে

     উত্তর: ) Slide  এর প্রতিটি অংশকে

০২। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কোন ধরনের সফটওয়্যার।

ক) word Processing      খ) Spreadsheets

গ) Animation & Design     ঘ) Database

      উত্তর: গ) Animation & Design

০৩। স্লাইড শো এর জন্য কমান্ড

ক) Shift + F           খ) Shift + F5

গ) Ctrl +F5             ঘ) Alt + F5

      উত্তর: খ) Shift + F5

০৪। কোনটি প্রেজেন্টেশন সফটওয়্যার।

ক) MS Word          খ) MS Excel

গ) MS Access        ঘ) MS Power point

      উত্তর: ঘ) MS Power point

 

 

”কোটেশন”

ডিজিটাল শিক্ষা গ্রহন করি। নিজে ডিজিটাল হই। দেশকে ডিজিটাল করি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

সাইটটি ভাল লাগলে লাইক ও শেয়ার করুন