কিছু খুঁজছি, তাহলে এখানে।

Showing posts with label Operating Computer Questions. Show all posts
Showing posts with label Operating Computer Questions. Show all posts

অপারেটিং কম্পিউটার প্রশ্ন উত্তর অনুশীলনী ০২

ব্যবহারিক

০১ কম্পিউটারের বিভিন্ন অংশের (যেমন-কীবোর্ড, মাউস, মনিটর, কম্পিউটার পাওয়ার, মনিটরের পাওয়ার ইত্যাদি) নতুন করে  সংযোগ স্থাপন করে কম্পিউটার রান করা

০২ কম্পিউটার সঠিক নিয়মে চালু করন এবং বন্ধ করন

০৩ স্টার্ট ম্যানু এবং সার্চ বক্স এর সাহায্যে এমএস ওয়ার্ড এবং ক্যালকুলেটর প্রোগ্রাম গুলো রান করা

০৪ শর্টকার্ট তৈরি করন ডেস্কটপে, স্টার্ট ম্যানুতে, টাস্কবারে

০৫ কম্পিউটারের সিড্রাইভ এবং ডেস্কটপ বাদে অন্য যে কোন ড্রাইভে ফোল্ডার তৈরি, ফোল্ডার রিনেম, ফোল্ডার ডিলিট করন

উপরের অনুশীলন গুলো নিজে না পারলে ট্রেনিং সেন্টারের প্রশিক্ষক এর সাহায্য নিয়ে করে ফেলুন

  অতি সংক্ষেপে উত্তর দাওঃ

০১ file folder কী?

উত্তর: ফাইল ফোল্ডার দুটি আলাদা শব্দ ফাইল হলো বিভিন্ন মিডিয়া এবং টেক্সট ডকুমেন্ট এগুলোর শেষে সাধারণত বিভিন্ন এক্সটেনশন থাকে যেমন :jpg, mp4, mp3, psd, pdf, txt ইত্যাদি অপরদিকে ফোল্ডার হলো ফাইল এর কন্টেইনার, বিভিন্ন ফাইল এবং সাব ফোল্ডার ধারন করাই ফোল্ডারের কাজ

০২ রিসাইকেল বিন (Recycle bin)কী?

উত্তর: Recycle এর বাংলা পুনরায় ব্যবহার bin এর বাংলা যেখানে আর্বজনা জমা করা হয় অর্থ্যাৎ আর্বজনা হতে পুনরায় ব্যবহার উপযোগী করা Recycle bin ডিলেটকৃত ফাইল ফোল্ডার জমা হয় প্রয়োজনবোধে পুনরায় ব্যবহার করা যায়

০৩ রিসাইকেল বিন থেকে ফাইল ঊদ্ধারের ধাপগুলো লিখ

উত্তর: প্রথমে Recycle bin open করতে হবে এবং যে ফাইলটি উদ্ধার করতে চাই সেই ফাইলের উপর মাউসের Right click. এরপর restore  ক্লিক করলে ফাইলটি পূর্বের জায়গায় ফিরে আসবে

০৪Recycle bin এর ব্যবহার লিখ

উত্তর: রিসাইকেল বিন এমন একটি আধার বা ব্যাপআপ ফোল্ডার, যা মুছে ফেলা ফাইলগুলো সংরক্ষণ করে এবং প্রয়োজনে উক্ত ডাটা ফিরিয়ে দেয়

০৫ একটি folder তৈরি করার ধাপ লেখ

উত্তর: যে লোকেশনে ফোল্ডার তৈরি করতে চাই যেমন ড্রাইভ অথবা ডেস্কটপে ফাকা জায়গায় মাউসের রাইট বাটনে কিক্ল এরপর New>new folder click করে folder এর নাম লিখে enter press করলে নতুন ফ্লোডার তৈরী হবে

০৬Shut Down কমান্ডের কাজ কী?

উত্তর: কম্পিউটার বন্ধ করার জন্য ShutDown কমান্ড ব্যবহার করা হয়

০৭Dialog Box কী?

উত্তর: টেক্সট মেসেজ সম্বলিত বিশেষ বক্স যেখানে ব্যবহারকারীর নির্দেশনা থাকে

০৮ডেস্কটপ কি?

উত্তর: কম্পিউটার রান করার পর মনিটরের পর্দাকে ডেস্কটপ বলে। অফিসের ডেস্ক এ যেভাবে সব ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র ইচ্ছেমতো সাজিয়ে রাখা যায়, মনিটরের পর্দায় অর্থ্যাৎ ডেস্কটপে বিভিন্ন প্রয়োজনীয় আইকন সাজিয়ে রাখা যায়। এজন্য এ অংশকে ডেস্কটপ বলে।

০৯টাস্কবার (Taskbar) কী?

উত্তর: কম্পিউটারে যেসব প্রোগ্রাম রান আছে তাদের আইকন যে বারে দেখা যায় তাকে টাস্কবার বলে। সাধারনত মনিটরের পর্দায় নিচে টাস্কবার থাকে।

সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর: 

০১ কোনো File /Folder delete করলে ........... জমা থাকে

      উত্তর: রিসাইকেল বিন

০২ Recycle Bin ফোল্ডারে ............. ফাইল জমা থকে

      উত্তর: ডিলেটকৃত

০৩। Windows একটি ......... সফটওয়্যার।

      উত্তর: অপারেটিং সিস্টেম

০৪। pc এর পূর্ণরূপ হলো ........।

      উত্তর: Personal Computer

০৫উইন্ডোজ স্কীন ....... করা যায়।

      উত্তর: পরিবর্তন

০৬উইন্ডোজে .... তৈরি করা এবং সেগুলো মুছা যায়।

      উত্তর: ফাইল/ফোল্ডার

০৭ফাইল ও ফোল্ডার .... অনুসারে সাজানো যায়।

      উত্তর: By name/ Size/Item type/ date

০৮ফোল্ডারের মধ্যে ফোল্ডারও রাখা যায় একে ...... বলে।

      উত্তর: সাব ফোল্ডার।

০৯ফাইল রাখা হয় ...... এ।

      উত্তর: ফোল্ডারে।

১০কোন প্রোগ্রাম রান করলে প্রোগ্রামের নাম ..... এ দেখা যায়।

      উত্তর: টাস্কবারে।

১১ফাইলের নামের শেষের অংশকে ..... বলে।

      উত্তর: Extention.

১২ফাইলের দুটি অংশ ...... দারা আলাদা থাকে।

      উত্তর: ডট(.)

  বাক্যটি সত্য হলেমিথ্যা হলেমিলেখ:

০১ ফোল্ডরের ভেতর ফাইল ফোল্ডার উভয়ই থাকতে পারে

      উত্তর: সত্য

০২ Recycle bin –এর ডাটা পুনরায়ফিরিয়ে আনা যায়না

      উত্তর: মিথ্যা

০৩ Cut করার Keybord command হলো Ctrl+X.

       উত্তর: সত্য

০৪ উইন্ডোস চালু করার জন্য Task Bar- ক্লিক করতে হয়

      উত্তর: মিথ্যা

০৫ Copy paste Cut paste – এর মাঝে কোনো পার্থক্য নেই

       উত্তর: মিথ্যা

০৫ উইন্ডোজ একটি চিত্র ভিত্তিক অপারেটিং সিস্টেম

      উত্তর: সত্য

০৬ মাই কম্পিউটার আইকনে ক্লিক করলে ফাইল ফোল্ডার গুলো দেখা যায়

       উত্তর: মিথ্যা

০৭ কোন ফাইল ফোল্ডার ডিলিট করলে তা স্থায়ী ভাবে মুছে যায়

       উত্তর: মিথ্যা

০৮ স্টার্ট ম্যনুর সাহায্যে যেকোন প্রোগ্রাম রান করা যায়

      উত্তর: সত্য

০৯ মনিটরের পর্দায় কম্পিউটার ডেস্কটপ 

      উত্তর: সত্য

  সঠিক উত্তরটিতে টিক (∙) চিহ্ন দাও:

০১ মাই কম্পিউটার হলো -

) পারসোনাল কম্পিউটার    ) ড্রাইভ ফোল্ডার

) সিস্টেম ফোল্ডার             ) ফাইল ফোল্ডার

উত্তর: ) সিস্টেম ফোল্ডার

০২ লোকাল ড্রাইভ নির্দেশক বর্ণ নয় কোনটি?

) A      ) C                ) D                 ) E

উত্তর: ) A

০৩ ডেস্কটপের আইকন নয় কোনটি?

) My computer      ) My Document

) Recycle bin          ) Software

উত্তর: ) Software

০৩ মাউস কীবোর্ড ইত্যাদি সেটিং করা যায়

) হেল্প থেকে                   ) টাস্কবার থেকে

) নেটওয়ার্ক থেকে             ) কন্ট্রোল প্যানেল থেকে

উত্তর: ) কন্ট্রোল প্যানেল থেকে

০৪ ফোল্ডার একটি আইকন যার ভিতরে থাকে-

) শুধু ফাইল                    ) ড্রাইভ

) ফোল্ডার ফাইল           ) অতিরিক্ত ফোল্ডার

উত্তর: ) ফোল্ডার ফাইল

০৫ ফোল্ডারের ভিতরের ফাইল বা ফোল্ডার দেখার জন্য

) কপি করা হয়              ) একবার ক্লিক করা হয়

) সিলেক্ট করা হয়            ) ডাবল ক্লিক করা হয়

উত্তর: ) ডাবল ক্লিক করা হয়

০৬ কোনটি ডেস্কটপ আইকন

) My Document     ) Software

) Dos                          ) Operating System

উত্তর: ) My Document

০৭ কম্পিউটারের বুথ অর্ডার () নির্ধারন করা হয় ….. থেকে

) Fat                          ) Bios

 ) System                  ) control panel

উত্তর: ) Bios

০৮ ফোল্ডার মুছার নিয়ম

) Select+ Run        ) Select+ Edit

 ) Select + Delete              ) Exit

উত্তর: ) Select + Delete

”কোটেশন”

ডিজিটাল শিক্ষা গ্রহন করি। নিজে ডিজিটাল হই। দেশকে ডিজিটাল করি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

সাইটটি ভাল লাগলে লাইক ও শেয়ার করুন