ব্যবহারিক
০১। www.bangladesh.gov.bd ওয়েবসাইট এর সাহায্যে আপনার জেলা ও উপজেলার তথ্য গুলো বের করুন। আপনার জেলার ডিসি
এবং আপনার উপজেলার উপজেলা কর্মকর্তার ফোন নাম্বার বের করুন।
০২। গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করে আপনার জেলার বিখ্যাত
ব্যক্তিত্ব্য এবং পর্যটন স্থান বের করুন।
০৩। আপনার প্রশিক্ষকের ইমেইলে ফাইল সংযুক্ত করে ইমেইল
সেন্ড করু্ন। যার সাবজেক্ট হবে test. যার মেসেজ বডি বা টেক্স হবে- This email use
for test.
০১। ইমেইল কি?
উত্তর: ইলেকট্রনিক মেইল () এর সংক্ষিপ্ত রূপ হলো ইমেইল। ইমেইল এর সাহায্যে পৃথিবীর
যেকোন ডিজিটাল ডিভাইসে মেসেজ বা বার্তা পাঠানো যায়।
০২। কয়েকটি
ইমেইল সার্ভার বা সফটওয়্যার এর নাম লিখ?
উত্তর: Yahoo, Gmail. Hotmail ইত্যাদি।
০৩। একটি ই-মেইল এড্রেসের সাধারন গঠন লেখ। অথবা
ই- মেইল (E –mail)
অ্যাড্রেসের বিভিন্ন অংশগুলো চিহ্নিত কর।
উত্তর: একটি ইমেইল সাধারনত দুটি অংশ নিয়ে
গঠিত। ইউজার আইডি এবং ডোমেইন। দিয়ে ইউজার এবং ডোমেইন আলাদা করা থাকে। যেমন akdazad@gmail.com. এখানে akdazad ইউজার নাম এবং gmail.com হচ্ছে ডোমেইন নাম।
০৩। দুটি জনপ্রিয় সার্চ ইঞ্জিন( Search engine) এর নাম লেখ।
উত্তর: Google, Yahoo
০৪। হোমপেজ কী?
উত্তর: ওয়েব সাইট একাধিক পেজ নিয়ে গঠিত। সাধারনত ওয়েব সাইটের প্রথম বা পরিচিতি পেজ কে হোম পেজ বলে।
০৫। E-mail এর ক্ষেত্রে CC ও BCC-এর মাঝে পার্থক্য কী?
উত্তর: CC এর পূর্ণরূপ কার্বন কপি এবং BCC এর পূর্ণরূপ ব্লাইন্ড কার্বন কপি। CC এর মাধ্যমে
কোন ইমেইল প্রেরণ করলে সেখানে প্রেরকের ইমেইল এড্রেস শো করবে । কিন্তু BCC এর মাধ্যমে ইমেইল প্রেরণ করলে
সেখানে প্রেরকের ইমেইল অ্যাড্রেস শো করবে না।
০৬। VIOP এর পূ্র্ণরূপ কী?
উত্তর: Voice Over
Internet Protocol.
০৭। অন- লাইন সংযোগ বলতে কী বোঝায়?
উত্তর: কোন ডিজিটাল ডিভাইস যেমন কম্পিউটারকে ইন্টারনেটের সাথে সংযোগ স্থাপন করাকে অনলাইন সংযোগ বলে।
০৮। কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে?
উত্তর: দুই বা ততোধিক কম্পিউটার এক অপরের সাথে সংযুক্ত থেকে তথ্যের আদান প্রদান করাকে নেটওয়ার্ক বলে।
০৯। WWW – এর পূর্ণরূপ কী ?
উত্তর: World Wide Web.
১০। Web Browser কী? দুটি ব্রাউজারের নাম লিখ?
উত্তর: ওয়েব ব্রাউজার একটি এ্যপ্লিকেশন সফটওয়্যার, যা ইন্টারনেটে বিভিন্ন তথ্য আদান প্রদান করতে
সাহায্য করে। যেমন Mozila Firefox, Google Chrome,
Microsoft Edge.
১১। ICT এর পূর্ণরূপ কি?
উত্তর: ICT এর পূর্ণরূপ হচ্ছে- Information And Communication Technology.
১২। ই-কমার্স কি?
উত্তর: ইকমার্স (Electronic Commerce) ইলেকট্রনিক্স কমার্স এর সংক্ষিপ্ত রূপ। ইন্টারনেট এর মাধ্যমে আধুনিক ব্যবসা
পদ্ধতিকে ইকমার্স বলে।
১৩। সার্চ ইন্জিন (Search Enging) কী?
উত্তর: সার্চ ইন্জিন অনলাইন ভিত্তিক ব্যবহারিক সফটওয়্যার। এটি নির্দিষ্ট কীওয়ার্ড এর
উপর ভিত্তি করে তথ্য প্রদান করে। যেমন Google, Yahoo
১৪। হাইপার লিংক বলতে কি বুঝায়?
উত্তর: একটি ওয়েব পেজরের সাথে অন্য কোন ওয়েব সাইটের সংযোগ স্থাপন করাকে হাইপারলিংক
বলে।
০১। www
এর পূর্ণ নাম হলো ……।
উত্তর: World Wide Web.
০২। Internet এর অর্থ..........।
উত্তর: Interconnections Network
০৩। E – mail এর পূর্ণরূপ হলো........।
উত্তর: Electronic Mail.
০৪। Google একটি .........।
উত্তর: Search Engine
০৫। ই- মেইল Account বন্ধ করার জন্য.....বাটনে ক্লিক
করতে হয় ।
উত্তর: Sign Out
০৬। http- এর পূর্ণরূপ হলো.............।
উত্তর: Hyper Text Markup Language.
০৭। ................. একটি Antivirus.
উত্তর: Northon
০৮। MAN- এর অর্থ ....................।
উত্তর: Metropolitan Area Network
০৯। নতুন ই- মেইল করতে
...........বাটনে ক্লিক করতে হয়।
উত্তর: Compose
১০। ইন্টারন্যাশনাল
নেটওয়ার্ক এ সংক্ষিপ্ত রূপ হলো......।
উত্তর: Internet.
১১। LAN এর অর্থ …… Area Network.
উত্তর: Local
১২। কম্পিউটারের মাধ্যমে পারস্পরিক যোগাযোগ কে …… বলে।
উত্তর: নেটওয়ার্ক।
১৩। ইন্টারনেট সংযোগ দিতে ….. প্রয়োজন।
উত্তর: Modem/Bradband
১৪। www.bteb.gov.bd হলো …. এর ওয়েব এড্রেস।
উত্তর: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।
১৫। NIC পূর্ণরূপ ….. .
উত্তর: Network Interface Card
১৬। প্রতিটি সার্চ ইন্জিন এক একটি …..
উত্তর: ব্রাইজার।
১৭। PCI এর পূর্ণরূপ …..
উত্তর: Peripheral Component
Interconnect
০১। E=mail বলতে
Document তৈরি করা বোঝায়।
উত্তর: মিথ্যা।
০২। Web page তৈরীতে Query ব্যবহৃত হয়।
উত্তর: মিথ্যা
০৩। পিপিলিকা একটি বাংলা সার্চ ইন্ঞ্জিন ।
উত্তর: সত্য।
০৪। Mail একাউন্ট বন্ধ করতে Sign in বাটনে Click করতে হয়।
উত্তর: মিথ্যা।
০৫। Google একটি Operating system এর নাম।
উত্তর: মিথ্যা
০৬। Google একটি Search engine .
উত্তর: সত্য।
০৭। ই-মেইল পাঠাতে প্রথমে Sing in করে নিতে হয় ।
উত্তর: সত্য।
০৮। ইন্টারনেট সংযোগ নিতে হলে প্রিন্টার একান্ত প্রয়োজন।
উত্তর: মিথ্যা।
০৯। Google একটি Browser।
উত্তর: মিথ্যা।
১০। ই- মেইল BCC হলো Blind Carbon
Copy।
উত্তর: সত্য।
১১। Yahoo একটি সার্চ ইঞ্জিন।
উত্তর: সত্য।
১২। Website তৈরিতে HTML ব্যবহৃত হয়।
উত্তর: সত্য।
১৩। একই ইমেইল বিভিন্ন প্রাপকের কাছে পাঠাতে সিসি ফিল্ডে প্রাপকের মেইল এড্রেস লিখতে হয়।
উত্তর: সত্য।
১৫। ওয়েব সাইট চিঠিপত্র লিখার জন্য ব্যবহৃত হয়।
উত্তর: মিথ্য।
১৬। কোন একটি ওয়েব সাইটের প্রথম পেজকে হোম পেজ বলে।
উত্তর: সত্য।
১৭। ফেসবুক একটি ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার।
উত্তর: মিথ্যা।
০১। কোনটি Connectivity এর নাম নয় কোনটি?
ক) Dial up খ) Yahoo
গ) Broad band ঘ) Wireless
উত্তর: খ) Yahoo
০২। WWW- এর পুর্ণরূপ কী ?
ক) Word wide web
খ) World word web
গ) Word wide web
ঘ) World web wide
উত্তর: ঘ) World web wide
০৩। LAN এর পূর্ণরূপ কী
ক) Local Access Network
খ) Local Area Network
গ) Long Area Network
ঘ) Local Antenna Network
উত্তর: খ) Local Area Network
০৪। ICT এর পূর্ণরূপ কোনটি?
ক) Information Communication And Technology
খ) Info Com Technique
গ) Information Communication Technique
ঘ) Information And Communication Technology
উত্তর: ঘ) Information And
Communication Technology
০৫। HTML একটি –
ক) ইন্টারনেট প্রটোকল খ) টপোলজি
গ) টেক্সভিত্তিক প্রোগ্রাম ভাষা ঘ) মিডিয়ার
নাম
উত্তর: গ) টেক্সভিত্তিক প্রোগ্রাম ভাষা
০৬। নীচের কোনটি সার্চ ইন্জিন সফটওয়্যার?
ক) পিপীলিকা খ) উইকিপিডিয়া
গ) ফেসবুক ঘ) ম্যাসেন্জার
উত্তর: ক) পিপীলিকা
০৭। নিচের কোনটি ই- মেইল সার্ভিস?
ক) Google খ) Hotmail
গ) Avast ঘ) Update Mail
উত্তর: খ) Hotmail
০৮। রাউটার কি?
ক) Hardware Device খ) Software
গ) Farmware ঘ) Internet
উত্তর: ক) Hardware Device
০৯। ইন্টারনেট কানেকশনের জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার
কোনটি?
ক) Lan Card, Connector খ) AGP Card
গ) TV Card ঘ) Speaker
উত্তর: ক) Lan Card, Connector
১০। ইমেইল নতুন একাউন্ট খোলার জন্য ব্যবহৃত হয়।
ক) Log in খ) Sign in
গ) Sign up ঘ) Sign Out
উত্তর: গ) Sign up
১১। ইমেইল ঠিকানায় @ এর আগে কি থাকে?
ক) ব্যবহারকারীর নাম খ) ব্যবহারকারীর
ঠিকানা
গ) ব্যবহারকারীর দেশের নাম ঘ) ডিভাইসের নাম
উত্তর: ক) ব্যবহারকারীর নাম
১২। নিচের কোনটি নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম।
ক) Dos খ) Amcos
গ) Windows 98 ঘ) Unix
উত্তর: ঘ) Unix
No comments:
Post a Comment
Thank for your comment