কিছু খুঁজছি, তাহলে এখানে।

এম.এস ওয়ার্ড প্রশ্ন উত্তর অনুশীলনী ০৩

 ব্যবহারিক

০১ এমএস ওয়ার্ড চালু করে এমএস ওয়ার্ড Screen পরিচিতি এবং ডেস্কটপে এমএসওয়ার্ড ফাইল সেভ (সংরক্ষণ) এবং ফাইল বন্ধ করা

০২ পূর্বে সেভ করা ফাইল ওপেন করে নতুন করে টেক্সট টাইপ করে Save As এর সাহায্যে সেভ করা

০৩ নিচের টেবিলের অনুরূপ একটি টেবিল তৈরি করন

bvg

K¬vk

 

 

wefvM ‡kÖwb

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

০৪ মনে করুন আপনি ক্লাশ মনিটর (ক্যাপ্টেন)। নতুন ব্যাচের নবীনবরন অনুষ্টান আয়োজন করেছেন। আপনার ব্যাচের সবাইকে আমন্ত্রণ করবেন। চিঠি (প্রাইমারী) ফাইল তৈরি করুন এবং ডাটা (সেকেন্ডারী) ফাইল তৈরি করুন। ডাটা ফাইলের ফিল্ড গুলো হবে যথা- Name, Department, Mobile Name. প্রাইমারী ফাইলের সাথে সেকেন্ডারী ফাইল মার্জ করুন।

০৫ বাংলায় এবং ইরেজিতে আপনার বায়োডাটা তৈরি করুন

০৬ কম্পিউটার অফিস এ্যপ্লিকেশন কোর্স শেষ করে আপনি গ্রাফিক্স ডিজাইন এন্ড আউটসোর্সিং কোর্সে ভর্তি হতে চান ভর্তির সুযোগের জন্য প্রতিষ্ঠান প্রধান বরাবর একটি আবেদন পত্র বাংলায় তৈরি করুন

০৭ পেপার সাইজ A4, পেজের মার্জিন উপরে 0.7 নিচে 0.7 ডানে 0.5 বামে 0.9 এবং পেজের ওরিয়েন্টেশন Potrait সেট করে ০৬ নং এ তৈরিকৃত আবেদন পত্রটি প্রিন্ট করার জন্য রেডি করুন

  অতি সংক্ষেপে উত্তর দাওঃ

০১ MS Word Text alignment কয় প্রকার লেখ

উত্তর: ওয়ার্ড প্রসেসর এ টেক্স বা অবজেক্টকে ডানে, বামে কিংবা মাঝখানে সাজানোকে টেক্স অল্যানইমেন্ট বলে। এমএস ওয়ার্ডে টেক্স অল্যানইমেন্ট চার প্রকার। যথা:  Left Alignment, Center Alignment, Right Alignment, Justyfi.

০২ MS Word – copy paste এর keyboard command লেখ?

উত্তর: কম্পিউটারে কপি করার কীবোর্ড কমান্ড Ctrl+C এবং পেস্ট করার কীবোর্ড কমান্ড Ctrl+V.

০৩ Print preview এর কাজ কী?

উত্তর: Pre মানে পূর্বে, অর্থ্যৎ প্রিন্ট করার পূর্বে দেখা কোন ডকুমেন্ট প্রিন্ট করলে তা দেখতে কেমন হবে তা দেখে নেওয়াকে প্রিন্ট প্রিভিউ বলে

০৪ Save ‍Save as –এর পার্থক্য কী?

উত্তর:  পরবর্তীতে ব্যবহারের জন্য কোন ফাইলকে অবশ্যই সংরক্ষন করতে হবে ফাইলতে সংরক্ষন করাকে Save বলে পূর্বের সেভ করা ফাইল এর নাম পরিবর্তন করে কিংবা ফোল্ডার (লোকেশন) পরিবর্তন করে কিংবা নাম ফোল্ডারদুটোই পরিবর্তন করে সেভ করার জন্য Save As করতে হয়

০৫ Header কী?

উত্তর: হেড থেকে হেডার কোন ডকুমেন্টের প্রতিটি পেজের উপরের অংশে একই লেখা বার বার রিপিট করার জন্য হেডার ব্যবহার করা হয়

০৬ Word  art কী?

উত্তর: কোন ওয়ার্ড বা টেক্সকে বিভিন্ন স্টাইল বা ডিজাইন প্রয়োগ করে আকর্ষনীয় করে তৈরি করাকে ওয়ার্ড আর্ট বলে

০৭ A4 সাইজের দৈর্ঘ্য প্রস্থ কত ইন্ঞ্চি?

উত্তর: দৈর্ঘ্য = ১১.৬৯, প্রস্থ = .২৭

০৮ Footnote কী?

উত্তর: পৃষ্টার নিচে টিকা লিখাকে ফুটনোট বলে

০৯ Word Processing কাজে কোন সফটওয়্যার ব্যবহার করা হয় ?

উত্তর: ওয়ার্ড প্রসেসিং এর কাজে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার বা ওয়ার্ড প্রসেসর ব্যবহার করা হয় যেমন word star, latex, wordpad ইত্যাদি তবে Microsoft word অত্যান্ত জনপ্রিয় ওয়ার্ড প্রসেসর

১০ Mail merge বলতে কী বোঝায় ?

উত্তর: Mail মানে বার্তা বা মেসেজ, Merge মানে একত্রিত করা mail merge মানে মেসেজ বা বার্তাকে একত্রিত করা ভিন্ন দুটি ফাইলকে এক ফাইলে রূপান্তরিত করাকে মেইল মার্জ বলে।

১১ ফুটার কী?

উত্তর: Foot থেকে Footer. মানে পায়ের দিকে অর্থ্যাৎ নিচের দিকে কোন ডকুমেন্টের প্রতিটি পেজের নিচের অংশে একই লেখা বার বার রিপিট করার জন্য ফুটার ব্যবহার করা হয়

 ১২ হাইপার লিংক বলতে কী বোঝায়?

উত্তর: এমএস ওয়ার্ড একটি ডকুমেন্টের মধ্যে একস্থান থেকে অন্য স্থানে জাম্প করার জন্য হাইপার লিংক ব্যবহার হয়

১৩ Legal সাইজ কাগজের দৈর্ঘ্য প্রস্থ কত?

উত্তর: দৈঘ্য = 14 ইঞ্চি, প্রস্থ = 8.5 ইঞ্চি

১৪ Table merge করা বলতে কী বোঝায়?

উত্তর: একাধিক টেবিলকে এক টেবিলে পরিনত করাকে টেবিল মার্জ বলে

১৫ ভার্টিক্যাল স্ক্রলবার কি?

উত্তর: এমএসওয়ার্ড এর উইন্ডোজের পর্দার ডান দিকে খাড়া যে স্ক্রল বার দেখা যায় তাকে ভার্টিক্যাল স্ক্রলবার বলে

১৬ হরিজন্টাল স্ক্রলবার কী?

উত্তর: এমএসওয়ার্ড এর উইন্ডোজের পর্দার নিচের দিকে ডানে-বামে যে স্ক্রল বার দেখা যায় তাকে হরিজন্টাল স্ক্রলবার বলে

১৭টেক্স বক্স এর কাজ কী?

উত্তর: সাধারনভাবে যেসব জায়গায় লেখা যায়না সেসব জায়গায় লেখার জন্য টেক্স বক্স নিয়ে লিখতে হয়

১৮ Split Cell & Marge Cell বলতে কি বুঝায়?

উত্তর: একটি সেলকে একাধিক সেলে বিভক্ত করাকে স্পিল্ট সেল এবং একাধিক সেলকে এক সেলে পরিনত করাকে মার্জ সেল বলে

১৯কীবোর্ডের End Key এর কাজ কী?

উত্তর: মাউস কার্সরকে লাইনের শেষ প্রান্তে নিয়ে যাওয়া

২০ডকুমেন্ট প্রিন্ট করার কীবোর্ড কমান্ড এবং ধাপগুলো লিখ?

উত্তর: প্রিন্ট করার কীবোর্ড কমান্ড Ctrl+P. ডকুমেন্ট রেডি করার পর প্রিন্ট কমান্ড দিয়ে প্রয়োজনীয় অপশন গুলো ঠিক করে OK ক্লিক করলে প্রিন্ট হবে

২১ডকুমেন্টের কিছু অংশ বোল্ড করার ধাপ লিখ?

উত্তর: প্রয়োজনীয় অংশ সিলেক্টবোল্ড করার কমান্ট ক্লিক অথবা কীবোর্ড কমান্ড Ctrl+B প্রেস

২২ম্যাক্রো কি? ম্যাক্রো (Macro) ব্যবহারের সুবিধা কী?

উত্তর: ম্যাক্রো কতগুলো কমান্ডের সমষ্টি

) এক কাজ বারবার করতে হবে না

) কম সময়ে অনেক কাজ অর্থ্যাৎ সময় বাচানো যাবে

২৩MS Word কী ধরনের সফটওয়্যার

উত্তর: এমএস ওয়ার্ড হচ্ছে ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার

সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর

০১ এম.এস ওয়ার্ডে ফাইল সেভ করার কমান্ড হলো…….

      উত্তর: Ctrl+S.

০২ Word processing- বানান শুদ্ধ করার জন্য ..... মেন্যু ব্যবহার করা হয়

      উত্তর: Review>Spelling & Grammar

০৩ Paste- এর Keyboard কমান্ড আছে............

      উত্তর: Ctrl+V.

০৪ A4 সাইজের কাগজের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে .... ইঞ্চি

      উত্তর: ১১.৬৯, .২৭

০৫ সাধারনত চিঠিপত্র লেখার জন্য .......প্রোগ্রাম ব্যবহৃত হয়

      উত্তর: এমএসওয়ার্ড

০৬ Paragraph – এর মাধ্যমে ......পরিবর্তন করা যায়

      উত্তর: Line Spacing

০৭ Printer install না থাকলে .......করা যায় না

      উত্তর: প্রিন্ট

০৮। Redo এর কীবোর্ড কমান্ড ...... ।

      উত্তর: Ctrl+Y

০৯ Copy past- কী বোর্ড কমান্ড যথাক্রমে .......

 .......

      উত্তর: Ctrl+C, Ctrl+V.

১০ ডকুমেন্টের সব পৃষ্ঠা  Print করতে  Print dialog box- ...... Select করতে হয়

      উত্তর: Print All pages

১১ MSOffice  প্রোগ্রাম কোনো নতুন  File Save করলে  Default folder  হিসেবে ...... ফোল্ডার জমা হয়

      উত্তর: My Document

১২ MS – Office হচ্ছে অনেকগুলো...... এর সমষ্টি

      উত্তর: Application

১৩ Print –এর কী  বোর্ড কমান্ড হলো...........

      উত্তর: Ctrl+P

১৪ MS- Word – এর কোনো File – এর  Extension হলো ...........

      উত্তর: .Doc বা .Docx

১৫ ( a+b)2 = a2+2ab +b2 এই ফর্মুলাটি লিখতে ....... এর সাহায্য নিতে হয়

      উত্তর: Equation

১৬ টেবিলের Cell কে কয়েকটি অংশে বিভক্ত করতে .......... কমান্ড ব্যবহার করা হয়

      উত্তর: Split

১৭ Page এর মার্জিন ঠিক/ ‍Set করতে ....... Option select করতে হয়

      উত্তর: Margin

১৮ Undo করারকীকমান্ড হলো ............

      উত্তর: Ctrl+Z

১৯ Page break –এর কাজ হলো........

      উত্তর: পেজ বিরতি দিয়ে নতুন পেজ এ গমন।

২০ Legal কাগজের Size হলো দৈর্ঘ্য....... প্রস্থ..........

      উত্তর: 14, 8.5

২১ অভ্র একটি............প্রোগ্রাম

      উত্তর: Keyboard

২২ A3 কাগজের দৈর্ঘ্য ...........ইঞ্চি প্রস্থ...........ইঞ্চি

      উত্তর: 16.54, 11.69

২৩ ................একটি বাংলা ফন্টের নাম

      উত্তর: ‍SutonyMj/Nikosh

২৪Data sorting ........... প্রকার

      উত্তর: দুই প্রকার

২৫ Text alignment ..........প্রকার

      উত্তর: চার প্রকার

২৬ Page break করার কীবোর্ড কমান্ড..........

      উত্তর: Ctrl+Enter

২৭সাধারণতচিঠিপত্র দলিল দস্তাবেজ লেখার জন্য...........

প্রোগ্রাম ব্যবহৃত হয়

      উত্তর: MS Word

২৮। Caps Lock on থাকলে লেখা ..... Case – এর হয়।

      উত্তর: Capital

  বাক্যটি সত্য হলেমিথ্যা হলেমিলেখ:

০১File  এর নাম পরিবর্তনের জন্য ব্যবহৃত হয় Save as.

      উত্তর: সত্য।

০২একাধিক file close  করার জন্য exit  কাজ করে

      উত্তর: মিথ্যা।

০৩MS Word কোনো কিছু মুছে গেলে Undo করতে হয়

       উত্তর: সত্য।

০৪ MS Word convert ব্যবহৃত হয় Data Sort করার জন্য

       উত্তর: মিথ্যা।

০৫ কপি পেস্ট কাট পেস্ট এর মাঝে কোন পার্খক্য নেই

      উত্তর: মিথ্যা।

০৬ Application program File save

করলে তা My Document Save হয়

      উত্তর: সত্য।

০৭ Lane spacing এর কাজে  Paragraph কমান্ড ব্যবহৃত হয়

       উত্তর: সত্য।

০৮ Data Move করতে ব্যবহৃত হয় Cut & Paste কমান্ড

       উত্তর: সত্য।

 ০৯ Text Box এর কাজ হলো Text কে  color করা

      উত্তর: মিথ্যা।

১০ অভ্র একটি Language Program.

      উত্তর: মিথ্যা।

১১ Ctrl+Alt+B “কী’’- বোর্ড বাংলা-ইংরেজী মোডে পরিবর্তনের জন্য ব্যবহৃত হয়

      উত্তর: সত্য।

১২ টেক্সট বক্সে লেখা যায় না

      উত্তর: মিথ্যা।

১৩ বিজয় একটি ফন্টের নাম

      উত্তর: মিথ্যা।

১৪ SQL প্রোগ্রাম ওয়ার্ড প্রসেসিং এর কাজে ব্যবহৃত হয়

      উত্তর: মিথ্যা।

১৫ Unicode বাংলা সফটওয়্যারের নাম

       উত্তর: মিথ্যা।

১৬ বিজয় বাংলা প্রোগ্রাম চালু করতে Alt + Ctrl +B ‘কীগুলো চাপতে হয়

উত্তর: সত্য।

১৭ ম্যাক্রোর কাজ নতুন কমান্ড তৈরি করা

      উত্তর: সত্য।

১৮ Nikosh BAN একটি বাংলা Font – এর নাম

      উত্তর: সত্য

১৯ Save- এর Keyboard command হলো Ctrl+x

       উত্তর: মিথ্যা।

২০ Cut করার Keybord command হলো Ctrl+X.

       উত্তর: মিথ্যা।

২১ Text alignment মূলত চার প্রকার

      উত্তর: সত্য।

২২ Default ইংরেজি Font হলো Arial.

      উত্তর: মিথ্যা।

২৩ Avro একটি Unicode  ভিত্তিক বাংলা Software - এর নাম

       উত্তর: সত্য।

২৪SutonnyMJ একটি বাংলা Software-এর নাম

      উত্তর: মিথ্যা।

২৫ নতুন File Open করতে Ctrl +N  বাটন চাপতে হয়

      উত্তর: সত্য।

২৬ Save  - এর Keyboard command হলো Ctrl +s.

       উত্তর: সত্য।

২৭ Nikosh  একটি বাংলা  Font এর নাম

      উত্তর: সত্য।

২৮ Test Box  কিছু লেখা যায় না

      উত্তর: মিথ্যা

২৯ Ctrl + Alt + V – এই  Keyboard  কমান্ডটি বাংলা ইংরেজি মোডে  Keyboard  পরিবর্তনর জন্য ব্যবহৃত হয়

      উত্তর: সত্য।

৩০ Copy – Paste   Cut Paste – মাঝে কোনো পার্থক্য নেই

       উত্তর: মিথ্যা।

৩১ ইন্টারনেট সংযোগ নিতে হলে প্রিন্টার একান্ত প্রয়োজন

      উত্তর: মিথ্যা।

৩২ MS Word- বানান শুদ্ধ করার জন্য  ‍Spelling checker ব্যবহৃত হয়

      উত্তর: সত্য।

৩৩ Copy করার জন্য কীবোর্ড কমান্ড Ctrl +X.

       উত্তর: মিথ্যা।

৩৪ সাধারণত WORD Font size থাকে ১২

       উত্তর: মিথ্যা।

৩৫ Save Save As কোন পার্থক্য নেই

       উত্তর: মিথ্যা।

  সঠিক উত্তরটিতে টিক (∙) চিহ্ন দাও:

০১ MS Word এর File এর Extension Name হলো

) .exl                      ) .dbs

) .doc                     ) .ms

      উত্তর: গ) .doc

০২ হেডার অংশ কী?

) পৃষ্ঠার উপরের অংশের টাইটেল 

) পৃষ্ঠার নীচের অংশের টাইটেল

) মার্জিনের নীচের অংশ            

) কোনোটিই নয়

      উত্তর: ক) পৃষ্ঠার উপরের অংশের টাইটেল

০৩ এম.এস.ওয়ার্ড হল

) স্প্রেডশীট প্যাকেজ                 ) ডাটাবেজ প্যাকেজ

) ব্রাউজিং প্যাকেজ                   ) ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ

      উত্তর: ঘ) ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ

০৪ MS-Word এর Undo এর কীবোর্ড কমান্ড কোনটি?

) Ctrl +X                         ) Ctrl +Z

) Ctrl + 0                         ) Ctrl+  F4

      উত্তর: খ) Ctrl +Z

০৫ প্রিন্ট এর কী বোর্ড কমান্ড কোনটি?

) Alt + P                          ) Win +P

)  Ctrl +P                         )  Alt + Ctrl +P

      উত্তর: গ)  Ctrl +P

০৬  Page break  এর কী বোর্ড কমান্ড কী ?

) Ctrl + Delete   ) Ctrl + End

  Ctrl + Enter      )  Ctrl+ Home

      উত্তর: গ  Ctrl + Enter

০৭ নীচের কোনটি বাংলা সফটওয়্যার ?

) বিজয়                                ) অভ্র

) প্রশিকা                               ) সবগুলো

      উত্তর: ঘ) সবগুলো

০৮ Paste এর Keyboard কমান্ড কী?

) Ctrl + C                        ) Ctrl + V

) Ctrl + P                         ) Ctrl +X

      উত্তর: খ) Ctrl + V

০৯দৈর্ঘ্য 14 inch ও প্রস্থ 8.5 inch সাইজটি কোন কাগজের পরিমাপ ?

) A4                                  ) Latter

) Legal                            ) A3

      উত্তর: গ) Legal

১০ Document বা  File অন্য নামে Save করার জন্য ব্যবহৃত হয়

) Ctrl + S                        ) Save As

) Save                              ) Alt + Ctrl + S

      উত্তর: খ) Save As

১১ নীচের কোনটি বাংলা সফটয়্যার?

) সতন্বী                                ) সোলায়মান লিপি

) অভ্র                                   ) বৃন্দা

      উত্তর: গ) অভ্র

১২ বিজয় বাংলা প্রেগ্রাম চালু করতে ব্যবহৃত হয়

) Ctrl +B                         ) Alt +B

) Ctrl + Alt +B                ) Shift +B

      উত্তর: গ) Ctrl + Alt +B

১৩ File close এর keyboard command কোনটি?

) Ctrl +o                         ) Ctrl +W

) Alt +O                           ) Ctrl+ F4

      উত্তর: ঘ) Ctrl+ F4

১৪ ওয়্যার্ড প্রসেসিং সফটওয়্যার ট্যাবকীএকবার চাপলে কতটুকু জায়গা সরে?

) এক ইঞ্চি                            ) আধা ইঞ্চি

) দের ইঞ্চি                             ) দুইঞ্চি

      উত্তর: খ) আধা ইঞ্চি

১৫ বাংলা যুক্তাক্ষর টাইপ করার কোন ইংরেজী বোতাম লিংক হিসেবে ব্যবহৃত হয়?

) F                                    ) G

) H                                    ) E

      উত্তর: খ) G

১৬ Replace কীবোর্ড কমান্ড কোনটি?

) ‍Alt + F                          ) Ctrl +H

) Alt + G                          ) Ctrl +R

      উত্তর: খ) Ctrl +H

১৭ MS-Word- এর কোন মেন্যুতে মেইল মার্জ কমান্ড থাকে?

) File                                ) Edite

) Tools                             ) View

      উত্তর: Malings

১৮ Print- এর কীবোর্ড Command কোনটি?

) Ctrl +C                         ) Ctrl +P

) Ctrl +X                          ) Ctrl +N

      উত্তর: খ) Ctrl +P

১৯ Copy  - এর কীবোর্ড কমান্ড হলো

) Ctrl +c                         ) Alt + C

) Enter + C                     ) Win +c

      উত্তর: ) Ctrl +c

২০কোনটি  Word processing program?

) MS-Word                    ) Calc

) MS- Excel                    ) MS- Access

      উত্তর: MS-Word

২১কোনটি বাংলা ফন্টের নাম ?

) বিজয়                                ) অভ্র

) প্রভাত                                ) নিকস

      উত্তর: ঘ) নিকস

২২ Save এর Key board command কোনটি?

) Alt + S                          ) Shift +S

) Ctrl +S                          ) Ctrl + v

      উত্তর: গ) Ctrl +S

২৩ সাধারনত কোন প্রোগ্রাম বন্ধ করায় Key board command কোনটি?

) Alt +F2                         ) Alt + F4

) Alt +F3                         ) Alt+ F5

      উত্তর: খ) Alt + F4

No comments:

Post a Comment

Thank for your comment

”কোটেশন”

ডিজিটাল শিক্ষা গ্রহন করি। নিজে ডিজিটাল হই। দেশকে ডিজিটাল করি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

সাইটটি ভাল লাগলে লাইক ও শেয়ার করুন