কিছু খুঁজছি, তাহলে এখানে।

Showing posts with label Fundamental. Show all posts
Showing posts with label Fundamental. Show all posts

১.১ কম্পিউটার কি? এবং ১.২ কম্পিউটারের বৈশিষ্ট্য।

কম্পিউটার গ্রীক শব্দ কমপিউট (Compute) থেকে এসেছে, যার অর্থ গননা কেউ কেউ আবার বলেন ল্যাটিন শব্দ কম্পিউটেয়ার (Computare) থেকে এসেছে এর  অর্থও গননা এই দুটো শব্দের যেকোন একটা থেকে কম্পিউটার শব্দটি এসেছে কমপিউট (Compute) থেকে অথবা কম্পিউটেয়ার (Computare) থেকে কম্পিউটার (Computer) যার অর্থ গণনাকারী অর্থাৎ কম্পিউটার একটি গণনাকারী যন্ত্র

অথচ কম্পিউটার দিয়ে গান বাজনা শুনতে পারি, বিভিন্ন সিনেমা উপভোগ করতে পারি গেম খেলতে পারি, টাইপিং করতে পারি এমনকি অনেক বড় বড় বৈজ্ঞানিক গবেষনা করা হয় তাহলে কি কম্পিউটার শব্দের অর্থ গণনাকারী এটা মিথ্যা? সাধারন ভাবে মিথ্য মনে হবে আমরা অডিও গান শুনি, ভিডিও দেখি বা অন্য যেকোন কাজ করি কম্পিউটার জিরো () এবং ওয়ান () এর বিভিন্ন গাণিতিক প্রক্রিয়ার মাধ্যমে সব কাজ সম্পন্ন করে থাকে  সত্যিকার অর্থে কম্পিউটারের যাবতীয় কাজ গণনা অর্থাৎ জিরো () এবং ওয়ান () এর বিভিন্ন গাণিতিক প্রক্রিয়ার মাধ্যমে করে থাকে সুতরাং কম্পিউটার একটি গণনাকারী যন্ত্র আপনারা যারা উচ্চ মাধমিকতথ্য যোগাযোগ প্রযুক্তিতৃতীয় অধ্যায় এর দ্বিতীয় অংশ (ডিজিটাল ডিভাইস) স্টাডি করছেন তারা সহজে বুঝতে পারবেন কিভাবে লজিক গেটের সাহায্যে কম্পিউটার কাজ করে থাকে

১.২ কম্পিউটারের ইতিহাস (History of Computer).

কালের বিবর্তনে  মানুষের চিন্তাশক্তি পরিবর্তনের কারণে ক্রমাগত গবেষণা উদ্ভাবনের ফসল হল কম্পিউটার এটি একটি গনণাকারী যন্ত্র গনণাকারী যন্ত্র হিসেবে প্রথমে অ্যাবাকাস নামক কম্পিউটার চীন দেশে তৈরী করা হয় আধুনিক কম্পিউটারের রূপরেখা তৈরী করেন গণিত বিশারদ চার্লস ব্যাবেজ তিনি ১৮৩৩ সালে অ্যানালিটিকাল নামক গণনাকারক যন্ত্র তৈরির পরিকল্পনা করেন তার পরিকল্পনার উপর ভিওি করে গড়ে উঠে আধুনিক কম্পিউটার তাই চার্লস ব্যবেজকে আধুনিক কম্পিউটারের জনক  বলা হয় 

এ্যাবাকাস (খ্রিষ্টপূর্ব ৫০০০)

১.৪ কম্পিউটারের শেণি বিভাগ (Classification of Computer)

বর্তমান বিশ্বে কম্পিউটারের শেষ নেই নতুন নতুন কম্পিউটার আবিষ্কৃত হচ্ছে কম্পিউটার কে অনেক ভাবে ভাগ করা যায়

Ø ডাটা প্রসেসিং বা গঠনগত দিক বিবেচনায় কম্পিউটারের শ্রেণিবিভাগ

Ø আকার আকৃতির ক্ষমতার উপর ভিত্তি করে কম্পিউটারের শ্রেণিবিভাগ

Ø বিবর্তনের উপর ভিত্তি করে কম্পিউটারের শ্রেণিবিভাগ

Ø ব্যবহারিক সুবিধার উপর ভিত্তি করে বিভিন্ন প্রকার ডিজিটাল কম্পিউটার

কম্পিউটার সিস্টেম এবং বিভিন্ন প্রকার হার্ডওয়্যার।

কম্পিউটার এমন একটি যন্ত্র বা মেশিন যেখানে একসেট ডাটা ইনপুট হিসেবে গ্রহন করে গ্রহনকৃত ডাটাকে প্রসেস করে প্রসেস করার পর একসেট আউটপুট তৈরি করে এবং ফলাফল আকারে প্রদান করে এসব কাজ গুলো সম্পাদিত হয় হার্ডওয়্যার সফটওয়্যার এর সমন্বয়ে

কম্পিউটারের হার্ডওয়্যার সফটওয়্যার কে মানুষের সাথে তুলনা করলে মানুষের হাতপা, নাকমুখ, চোখকান ইত্যাদি হার্ডওয়্যার মানুষের শরীরের ভিতরে যাকে আমরা আত্মা বা মন বলি তাকে সফটওয়্যার বলা যেতে পারে হার্ডওয়্যার হচ্ছে দৃশ্যমান এবং সফটওয়্যার হচ্ছে অদৃশ্য

ধরুন আমি মনে মনে চিন্তা করলাম বা আমার মতিষ্ক লজিক এপ্লাই করলোআমি বিকালে বাজারে গিয়ে নান্টুর দোকানে আদা চা খাবো তাহলে আমাকে যে কাজগুলো করতে হবে

১.৫.২ কম্পিউটার সফটওয়্যার (Software) কাকে বলে। সফটওয়্যারের প্রকারভেদ।

কম্পিউটারের সাহায্যে সমস্যা সমাধান বা কার্য সম্পাদনের জন্য কম্পিউটারে ভাষায় ধারাবাহিক ভাবে সাজানো নির্দেশসমূহকে প্রোগ্রাম বলে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি কম্পিউটারের হার্ডওয়্যার ব্যবহারকারীর মধ্যে সম্পর্ক সৃষ্টির মাধ্যমে হার্ডওয়্যারকে কার্যক্ষম করে এবং কার্যসম্পাদন বা সমস্য সমাধান করে তাকেই সফটওয়্যার বলে

কম্পিউটারের সাহায্যে সমস্যা সমাধান করাই সফটওয়্যারের কাজ বেশীর ভাগ সময় একাধিক প্রোগ্রামের সমষ্টি সফটওয়্যার মাঝে মাঝে একটি প্রোগ্রামও সফটওয়্যার হতে পারে ভিন্ন ভিন্ন সফটওয়্যার ভিন্ন ভিন্ন সমস্যা সমাধান করে অনেকে সফটওয়্যারকে প্রোগ্রামও বলে

মনে করুন একজন কৃষক বেগুন চাষাবাদ করবেন কৃষকের সমস্যা বেগুন চাষাবাদ করা এই সমস্যা সমাধানের জন্য কৃষককে ধারাবাহিক ভাবে যে কাজগুলো করতে হতে তা হলো

”কোটেশন”

ডিজিটাল শিক্ষা গ্রহন করি। নিজে ডিজিটাল হই। দেশকে ডিজিটাল করি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

সাইটটি ভাল লাগলে লাইক ও শেয়ার করুন