কম্পিউটার গ্রীক শব্দ কমপিউট (Compute) থেকে এসেছে, যার অর্থ গননা। কেউ কেউ আবার বলেন ল্যাটিন শব্দ কম্পিউটেয়ার (Computare) থেকে এসেছে এর অর্থও গননা। এই দুটো শব্দের যেকোন একটা থেকে কম্পিউটার শব্দটি এসেছে। কমপিউট (Compute) থেকে অথবা কম্পিউটেয়ার (Computare) থেকে কম্পিউটার (Computer) যার অর্থ গণনাকারী। অর্থাৎ কম্পিউটার একটি গণনাকারী যন্ত্র।
অথচ কম্পিউটার দিয়ে গান বাজনা শুনতে পারি, বিভিন্ন সিনেমা উপভোগ করতে পারি। গেম খেলতে পারি, টাইপিং করতে পারি এমনকি অনেক বড় বড় বৈজ্ঞানিক গবেষনা করা হয়। তাহলে কি কম্পিউটার শব্দের অর্থ গণনাকারী এটা মিথ্যা? সাধারন ভাবে মিথ্য মনে হবে। আমরা অডিও গান শুনি, ভিডিও দেখি বা অন্য যেকোন কাজ করি কম্পিউটার জিরো (০) এবং ওয়ান (১) এর বিভিন্ন গাণিতিক প্রক্রিয়ার মাধ্যমে সব কাজ সম্পন্ন করে থাকে। সত্যিকার অর্থে কম্পিউটারের যাবতীয় কাজ গণনা অর্থাৎ জিরো (০) এবং ওয়ান (১) এর বিভিন্ন গাণিতিক প্রক্রিয়ার মাধ্যমে করে থাকে। সুতরাং কম্পিউটার একটি গণনাকারী যন্ত্র। আপনারা যারা উচ্চ মাধমিক ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ তৃতীয় অধ্যায় এর দ্বিতীয় অংশ (ডিজিটাল ডিভাইস) স্টাডি করছেন তারা সহজে বুঝতে পারবেন কিভাবে লজিক গেটের সাহায্যে কম্পিউটার কাজ করে থাকে।