কিছু খুঁজছি, তাহলে এখানে।

১.২ কম্পিউটারের ইতিহাস (History of Computer).

কালের বিবর্তনে  মানুষের চিন্তাশক্তি পরিবর্তনের কারণে ক্রমাগত গবেষণা উদ্ভাবনের ফসল হল কম্পিউটার এটি একটি গনণাকারী যন্ত্র গনণাকারী যন্ত্র হিসেবে প্রথমে অ্যাবাকাস নামক কম্পিউটার চীন দেশে তৈরী করা হয় আধুনিক কম্পিউটারের রূপরেখা তৈরী করেন গণিত বিশারদ চার্লস ব্যাবেজ তিনি ১৮৩৩ সালে অ্যানালিটিকাল নামক গণনাকারক যন্ত্র তৈরির পরিকল্পনা করেন তার পরিকল্পনার উপর ভিওি করে গড়ে উঠে আধুনিক কম্পিউটার তাই চার্লস ব্যবেজকে আধুনিক কম্পিউটারের জনক  বলা হয় 

এ্যাবাকাস (খ্রিষ্টপূর্ব ৫০০০)

এ্যাবাকাসকে প্রথম গণনাকারী যন্ত্র হিসেবে বিবেচনা করা হয় আনুমানিক খ্রিষ্টপূর্ব ৫০০০ বছর আগে যন্ত্রটির ব্যবহার শুরু হয়েছিল বলে ধারণা করা হয় রাজকীয় সম্পদ রাজকীয় হিসেবের জন্য ব্যবহার করা হত পরবর্তীতে জাপান রাশিয়ায় এর খ্যাতি ছড়িয়ে পড়ে রাশিয়া ইউরোপের অন্যান্য দেশে এবাকাসের ব্যবহার ছিল বলে জানা যায়

নেপিয়ার অস্থি (১৫৫০-১৬৭১)

স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার (১৫৫০-১৬৭১) হিসাব নিকাশের জন্য হাতির দাতের ছোট ছোট অংশ দিয়ে একটি যন্ত্র তৈরী করেন যাকে নেপিয়ার অস্থি বলা হয় নেপিয়ার অস্থি ছিল তুলনামূলক গনণাকারী যন্ত্র

স্লাইডরুল (১৬২২)

জন নেপিয়ার পদ্ধতি ব্যবহার করে ১৬২২ সালে জার্মানীর অস্ট্রেড বৃত্তাকার স্লাইডরুল আবিষ্কার করেন স্লাইডরুল ভাগ, গুন, রুট, লগারিদগম এবং ত্রিকোণমিতি ব্যবহৃত হতো পকেট ক্যালকুলেটর আবিষ্কার আগে বিজ্ঞান প্রকৌশল ছিল সাধারণভাবে ব্যবহৃত একটি টুল

প্যাস্কেলের যন্ত্র (১৬২৩-১৬৬২)

ফরাসি বিজ্ঞানী ব্লেইজ প্যাসাক্যাল চাকার সাহায্যে প্যাস্কেল নামের প্রথম গণনার যন্ত্র তৈরীতে সক্ষম হন যন্ত্রের সাহায্যে যেহেতু চাকা দু দিকে ঘুরানো যায় তাই যোগ বিয়োগ করার কোন অসুবিধা হতো না ১৬৭১ সালে জার্মানীর বিজ্ঞানী চাকা দন্ড ব্যবহার করে রকম একটি যন্ত্র আবিষ্কার করেন যন্ত্রটিই ছিলো বর্তমান যুগের বাণিজ্যিক ক্যালকুলেটরের আদিরূপ

কম্পিউটারের জনক : স্যার চালর্স ব্যাবেজ (১৭৯২-১৮৭১)

ইংল্যান্ডের ক্রেমবিজ বিশ্ববিদ্যালয় অধ্যাপক চালর্স ব্যাবেজ ১৮২২ সালে বিট্রিশ সরকারের অনুদানে ডিফারেন্স ইঞ্জিন বা বিয়োগভিত্তিক যন্ত্র তৈরী করেন ১৮৩৩ সালে চালর্স ব্যাবেজ এ্যানালাইটিস ইঞ্জিন নামে আরো একটি যন্ত্রের  পরিকল্পনা করেন তার  ইঞ্জিনটিতে পঞ্চাশ অংকের সংখ্যায় যোগ বিয়োগ পঞ্চশ অংকের সংখ্যায় গুন করার চিন্তা করেছিলেন

চার্লস ব্যাবেজের চিন্তা ভাবনায় কম্পিউটার উন্নয়নে সাহায্য করে তার পরিকল্পিত যন্ত্রে আধুরিক কম্পিউটারের অনেক গুণই বর্তমান ছিল বলা হয় এ্যানালাইটিক্যাল যন্ত্রের মূলনীতি বর্তমান কম্পিউটারের মূলনীতি  তাই চার্লস ব্যাবেজ কে অধুনিক কম্পিউটারের জনক বলা হয়

জন ভন নিউম্যান

মশলী ইকার্ট ১৯৪৫ সালে EDVAC (electronic discreate Variable Computer) নামে একটি কম্পিউটার নির্মাণ কাজ শুরু করেন কম্পিউটারে হাঙ্গেরীয় গণিতবিদ জন ভন নিউম্যান (John Von Neumann) প্রস্তাব অনুযায়ী করা হয়েছিল প্রস্তাবগুলো :

) কম্পিউটার যন্ত্রে জন্য বাইনারী সংখ্যা পদ্ধতি ব্যবহার করা যেতে পারে

) কম্পিউটার যন্ত্রে অভ্যন্তরেই ডেটা নির্বাহ মওজুত করা যেতে পারে

জন ভন নিউম্যান প্রস্তাবিত এই স্থাপত্য আজও আধুনিক কম্পিউটারে ব্যবহার করা হয় যাভন নিউম্যান স্থাপত্যনামে পরিচিত একারনেই ভন নিউম্যানকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়

লেডি এ্যাডা এগাস্টা

এ্যানালাইসিস ইঞ্জিন সাধারণ এসেম্বলি ভাষায় প্রোগ্রাম করার ব্যবস্থা ছিল এবং সফটওয়্যার দরকার ছিল এ্যাডা অসাস্টা পৃথিবীর প্রথম প্রোগ্রামার


No comments:

Post a Comment

Thank for your comment

”কোটেশন”

ডিজিটাল শিক্ষা গ্রহন করি। নিজে ডিজিটাল হই। দেশকে ডিজিটাল করি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

সাইটটি ভাল লাগলে লাইক ও শেয়ার করুন