কিছু খুঁজছি, তাহলে এখানে।

Animation in PowerPoint.

Animation এর বাংলা সজীবতা, আবেগ, উদ্দীপনা ইত্যাদি পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনের ক্ষেত্রে কনটেন্ট এর মধ্যে উদ্দীপনা দান করা, যাতে কনটেন্ট মুভমেন্ট (নড়াচড়া) করতে পারে ট্রানজেকশন প্রেজেন্টেশনে এক স্লাইড থেকে অন্য স্লাইডে প্রয়োগ হয়কিন্তু এ্যনিমেশন স্লাইডের ভিতরের কনটেন্ট এর মধ্যে প্রয়োগ হয়

স্লাইড কনটেন্ট

পেজেন্টেশন ফাইল সাধারনত স্লাইড নিয়ে গঠিত। প্রতিটি স্লাইডের মধ্যে যে উপাদান গুলো যেমন- টেক্স, পিকচার, টেবিল ইত্যাদি থাকে তাকে স্লাইড কনটেন্ট বলে।

পাওয়ার পয়েন্ট রান করি Animation নামক ফাইলটি ওপেন করি। স্লাইডের ভিতরে যেকোন কনটেন্ট উপর ক্লিক করি। Animation ট্যাবে ক্লিক করি, ফলে Animation গ্রুপের অধীন Fly in, Shape, Zoom, Bounce ইত্যাদি নামে Animation আইকন দেখা যাবে

মাউসের সাহায্যে প্রথম স্লাইডে ক্লিক একটিভ করি স্লাইডের Title (Computer Virus) কনটেন্ট একটিভ করি এবার Animation tab এর Animation গ্রুপ হতে Fly in, Shape, Zoom, Bounce ইত্যাদি আইকন গুলোতে ক্লিক করি এবং প্রভাব লক্ষ্য করি দেখতেই পাচ্ছি ভিন্ন ভিন্ন এ্যনিমেশনের জন্য ভিন্ন এ্যনিমেট হচ্ছে অর্থ্যাৎ স্লাইডের টাইটেল কনটেন্টটি মুভমেন্ট করছে। পছন্দের এ্যনিমেশনটি (এখানে Float In) ক্লিক করে কনটেন্ট উপর একটিভ করি। এর ফলে কনটেন্ট এর বাম পাশে নাম্বার হাইলাইট হবে অর্থ্যাৎ সিলেক্টকৃত এ্যনিমেশন একটিভ হবে


এবার উক্ত স্লাইডের দ্বিতীয় অংশে ভাইরাসের সংঙ্গা এর উপর  ক্লিক করি Animation tab এর Animation গ্রুপ হতে যেকোন যেমন Float In এ্যনিমেশন ক্লিক করে প্রয়োগ করি বাম পাশের হাইলাইট সংখ্যাগুলো এ্যনিমেশন এর ক্রমিক নির্দেশ করে

          Effect Option আইকনে ক্লিক ফলে ড্রপ ডাউনে ইফেক্টের অনেকগুলো লিস্ট দেখা যাবে। লিস্টের আইটেম গুলোতে ক্লিক করি এবং পরিবর্তন লক্ষ্য করি।

এবার ভাইরাসের চিত্রের উপর ক্লিক করে চিত্রটি একটিভ করি। Animation tab এর Animation গ্রুপ হতে যে কয়েকটি এ্যনিমেশন ইফেক্ট আছে তা খুব সামান্য। এর একটাও পছন্দ হচ্ছে না। আরোও অধিক ইফেক্ট এর জন্য Add Animation আইকনে ক্লিক করলে নতুন ম্যানু ওপেন হবে এখানে আরোও বিভিন্ন ধরনের এ্যনিমেশন পাওয়া যাবে Bounce এ্যনিমেশন ক্লিক করে প্রয়োগ করিরিবনের বাম পাশে কর্ণারে preview তে ক্লিক করে প্রেজেন্টেশন preview দেখে নিতে পারি

Add Animation আইকনে ক্লিক করলে নতুন ম্যানু ওপেন হবে এখানে আরোও বিভিন্ন ধরনের এ্যনিমেশন পাওয়া যাবে পাওয়ার পয়েন্টে চার প্রকাম এ্যনিমেশন পাওয়া যায়

০১. Entrance এর অধীন এ্যানিমেশন কনটেন্ট এর ডিসপ্লে হওয়ার সময় প্রয়োগ হবে অর্থ্যাৎ কনটেন্ট এনিমেশন সহকারে প্রবেশে করবে

০২. Emphasis এর অধীন এ্যানিমেশন কনটেন্ট ডিসপ্লে হওয়ার পর প্রয়োগ হবে অর্থ্যাৎ আগে কনটেন্ট ডিসপ্লে হবে তারপর এনিমেশন প্রয়োগ হবে

০৩. Exit এর অধীন এ্যানিমেশন কনটেন্ট এর ডিসপ্লে শেষ হওয়ার পর প্রয়োগ হবে অর্থ্যাৎ কনটেন্ট যখন ডিসপ্লে শেষ করে প্রস্তান গ্রহন করবে তখন এনিমেশন সহকারে প্রস্তান করবে

০৪. MotionPath এর সাহায্যে স্লাইডের ভিতরে পথ রেখার সাহায্যে পথ তৈরি করা যায় কনটেন্টটি অংকিত রেখার পথ ধরে প্রারম্ভিক বিন্দু হতে যাত্রা শুরু করবে এবং রেখার শেষ বিন্দুতে যাত্রা শেষ হবে

No Animation:

কনটেন্ট এর মধ্যে প্রয়োগকৃত এ্যনিমেশন ইফেক্ট তুলে দিতে চাই তাহলে Animation গ্রুপের None আইকনে ক্লিক করতে হবে, তাহলে প্রয়োগকৃত ইফেক্ট Undone হবে

Animation Pane:

দুই নং স্লাইডে ক্লিক করি। Animation tab এ ক্লিক করি। বাম পাশের কর্ণারে Preview বাটনে ক্লিক করে দুই নং স্লাইডের প্রিভিউ দেখি। টাইটেল (‘Why do people create computer virus’) আগে ডিসপ্লে হওয়ার কথা। তারপর ’Any programmer can make a virus to’ লেখা প্রদর্শন হওয়ার কথা এরপর অন্যান্য লেখা। কিন্তু তা হয়নি। Animation pane এর সাহায্যে ইফেক্ট রিএ্যরেন্জ করা যাবে এবং রিমুভ করা যাবে। ধরা যাক টাইটেলের ইফেক্ট ০৭ নং হতে  ০১ নং এ পরিবর্তিত করবো। পিকচারের উপর কোন ইফেক্ট থাকবে না।  এজন্য –


    Ø  Animation tab এর advance animation গ্রুপ হতে Animation pane এ ক্লিক করি। ফলে ডান পাশে Animation pane চালু হবে।


    Ø  Animation pane এর সবার নিচে Picture 4 আইকনে ক্লিক করি, ফলে ছোট নিচমুখী (ড্রপডাউন) তীর চিহ্ন দেখা যাবে।

    Ø  ড্রপডাউন আইকনে ক্লিক, ফলে ড্রপ ডাউন লিস্ট দেখা যাবে। লিস্ট হতে Remove এ ক্লিক। ফলে পিকচারের উপর এ্যনিমেশন ইফেক্ট মুছে যাবে।

    Ø  এ্যনিমেশন ইফেক্ট রিএ্যরেন্জ করার জন্য Animation pane এ 7 নং অর্থ্যাৎ Title এর উপর মাউস ল্যাপ্ট চেপে ড্রাগ করি 1 নং এর উপরে নিয়ে আসি। যখনই 1 নং এর উপর লম্বালম্বি দাগ আসবে তখনই মাউস ছেড়ে দিবো। ফলে টাইটেল ইফেক্ট 1 নং স্থানান্তরিত হবে।

Animation Painter:

Animation Painter এর সাহায্যেযেকোন কনটেন্ট এর এ্যনিমেশন ইফেক্ট কপি করে অন্য যেকোন কনটেন্ট এর উপর পেস্ট অর্থ্যাৎ প্রয়োগ করা যায় ধরা যাক প্রেজেন্টেশন এর দ্বিতীয় স্লাইডের প্রথম কনটেন্ট (টাইটেলে) তে Bounce এ্যনিমেশন প্রয়োগ করা আছে Bounce ইফেক্টটি তৃতীয় স্লাইডের টাইটেলকনটেন্ট এর উপর প্রয়োগ করতে চাই এজন্য-

    Ø প্রেজেন্টেশন এর দ্বিতীয় স্লাইডের প্রথম কনটেন্ট (টাইটেলে) তে কার্সর একটিভ এবং Animation Painter আইকনে ক্লিক মাউস নড়াচড়া করলে কার্সরে আকৃতি পরিবর্তন দেখা যাবে অর্থ্যাৎ উক্ত কনটেন্ট এর Bounce ইফেক্টটি কপি হয়েছে

    Ø কার্সরটি কাঙ্খিত স্লাইডের (তৃতীয় স্লাইডে) কাঙ্খিত কনটেন্ট (টাইটেলে) নিয়ে মাউসের সাহায্যে ক্লিক করি ফলে কপিকৃত এ্যনিমেশন ইফেক্টটি স্লাইড কনটেন্ট এর মধ্যে প্রয়োগ হবে Animation Painter কমান্ডরটি ওয়ার্ড এর Format Painter এর মতো

Timing Group (Animation Tab)

Start: 

এ্যনিমেশন ইফেক্ট কিভারে শুরু হবে তা নির্ধারন করে

    Ø On Click: এর মানে মাউস ক্লিক করার সঙ্গে সঙ্গে ইফেক্ট কার্যকর হওয়া শুরু করবে

    Ø With Previous: Automatic কার্যকর হওয়া শুরু করবে, তবে পূর্বের কনটেন্ট কে সঙ্গে নিয়ে চালু হবে অর্থ্যাৎ পূর্বের কনটেন্ট এর সাথে এ্যনিমেশনটি চালু হবে

    Ø After Previous: Automatic কার্যকর হওয়া শুরু করবে, তবে পূর্বের কনটেন্ট চালু হবে তারপর কনটেন্টটিতে এ্যনিমেশনটি কার্যকর হবে

Duration:

Duration এর বাংলা ব্যাপ্তিকাল কনটেন্টটিতে এ্যনিমেশনটি কত সময় ধরে কার্যকর থাকবে তা নির্দেশ করে Duration সেকেন্ডে উল্লেখ থাকে Duration যত বেশী থাকবে এ্যনিমেশন ইফেক্টটি তত ধীরে ধীরে কার্যকর হবে

যেকোন কনটেন্ট এর মধ্যে Fly in এ্যনিমেশন ইফেক্ট প্রয়োগ করি প্রথমবার Duration ০১ সেকেন্ডে দিয়ে Preview করি দ্বিতীয়বার Duration ০৫ সেকেন্ড দিয়ে Preview করি অতি সহজেই পার্থক্যটি বুঝতে পারবো

Delay:

Delay এর বাংলা বিলম্ব অর্থ্যাৎ কত সময় পর Delay অপশনে উল্লেখিত সময় পরে এ্যনিমেশন ইফেক্টটি কার্যকর হবে Delay অপশনে যদি ০২ সেকেন্ডে উল্লেখ থাকে তাহলে মাউস ক্লিক করার ০২ সেকেন্ড পরে প্রয়োগকৃত ইফেক্টটি কার্যকর হবে

No comments:

Post a Comment

Thank for your comment

”কোটেশন”

ডিজিটাল শিক্ষা গ্রহন করি। নিজে ডিজিটাল হই। দেশকে ডিজিটাল করি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

সাইটটি ভাল লাগলে লাইক ও শেয়ার করুন