Power Point Presentation প্রোগ্রামের Windows এর নিচে ডান পাশে চিত্রের ন্যায় কিছু আইকন দেখা যায়। এই আইকন গুলোকে ভিউ
(View) আইকন বা ভিউ বাটন বলে। ভিউ বাটনের সাহায্যে প্রেজেন্টেশন ফাইলের স্লাইড গুলো কিভাবে দেখা যাবে তা নির্ধারন করে।
‘PowerPoint 01’ ফাইলটি ওপেন করি।
০১. Normal View:
By Default, ভিউ হচ্ছে নরমাল ভিউ, যেকোন প্রেজেন্টেশন নরমাল ভিউতে রান হয়। নরমাল ভিউতে বাম পাশে প্রতিটি স্লাইড একটি একটি করে সাজানো থাকবে। বাম পাশের Navigation Pane কে প্রেজেন্টেশনের Summary বলা যেতে পারে। শুধু মাত্র একটিভ স্লাইডটি ডান পাশে বড় করে দেখা যাবে। স্লাইড ইডিট বা তৈরি করার সময় নরমাল ভিউ ব্যবহার করা হয়।
০২. Slide Sorter View:
প্রেজেন্টেশনের প্রতিটি স্লাইড একটি মাত্র পেইজে দেখার জন্য Slide Sorter View ব্যবহার করা হয়। Slide Sorter View তে স্লাইড গুলো মাউস ড্রাগ এর সাহায্যে সহজে Rearrange করা যায়। পাওয়ার পয়েন্ট ইউন্ডোজ এর নিচে ডান পাশের কর্ণারে Slide Sorter আইকনে ক্লিক করি। ফলে প্রতিটি স্লাইড একই পেজের মধ্যে দেখা যাবে।
০৩. Reading View:
স্লাইড ফুল স্কিনে দেখার জন্য Reading View ব্যবহার হয়ে থাকে। Reading View মুডে শুধুমাত্র
একটি স্লাইড দেখা যাবে। পাওয়ার পয়েন্ট ইউন্ডোজ এর নিচে ডান পাশের
কর্ণারে Reading View আইকনে ক্লিক করি। ফলে একটি মাত্র স্লাইড সমস্ত স্কিনে ছড়িয়ে পড়বে।
নিচে ডান পাশে কর্ণারে Next আইকনে ক্লিক করে পরবর্তী স্লাইডে এবং Previous আইকনে ক্লিক করে পূর্ববর্তী স্লাইডে গমনা গমন করা যায়। কীবৈার্ডের এ্যারো কী প্রেস করে পরে এবং পূর্বের স্লাইডে যাওয়া
যায়। কীবোর্ডের Esc কী প্রেস করে Reading View হতে পূর্বের ভিউ তে আসা যাবে।
০৪. Slide Show View:
প্রেজেন্টেশন ফাইনালি প্রেজেন্ট অর্থ্যাৎ বড় পর্দায় দেখার সময়
Slide Show View ব্যবহার করা হয়।
Reading View এবং Slide Show View প্রায় একই রকম। Reading View তে স্কিন পুরোপরি ফুল হয় না কিন্তু Slide Show View তে স্কিন বা পর্দা পুরোপরি ফুল হয়। স্লাইডে ক্লিক করে অথবা কীবোর্ডের অ্যারো কী প্রেস করে এক স্লাইড থেকে আর এক স্লাইডে গমন করা হয়। কীবোর্ডের Esc কী প্রেস
করে Slide Show View হতে পূর্বের ভিউ তে আসা যাবে।
Zoom Contral Button:
স্কিনে কনটেন্ট গুলো ছোট এবং বড় করার কাজে Zoom Contral Button ব্যবহার করা হয়। + (প্লাস) আইকনে ক্লিক করলে স্লাইড কনটেন্ট পর্দায় বড় হবে এবং – (মাইনাস) আইকন ক্লিক করলে কনটেন্ট পর্দায় ছোট হবে। স্লাইডের কনটেন্ট কত বড় বা ছোট হলো তা পারসেন্ট
আকারে ডান পাশে দেখা যাবে। Zoom Contral
Button শুধু মাত্র Normal view এবং
Slide Sorter View তে কাজ করে।
Notes And Comment:
Speaker Helper হিসেবে Notes and Comment ব্যবহার হয়ে থাকে। Notes and Comment অংশ গুলো Slide Show View তে অর্থ্যাৎ বড় পর্দায় দেখা যাবে না।
No comments:
Post a Comment
Thank for your comment