Presentation
Presentation এর বাংলা উপস্থাপনা, Design এর বাংলা নকশা। কোন বিষয় সম্পর্কে দর্শকের সামনে আলোচনা করাকে উপস্থাপনা বলা হয়। প্রশিক্ষক আপনার সামনে কম্পিউটার বিষয়ক আলোচনা করছে এটাও পেজেন্টেশন। টেলিভিশনে সংবাদ পাঠক সংবাদ পরিবেশন করছেন, এটাও পেজেন্টেশন। উল্লেখিত প্রত্যেকটি কাজের পূর্বে কিছু প্রস্তুতি দরকার। প্রস্তুতির ধরন গুলো ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আপনি ইচ্ছা করলে পেজেন্টেশন ডিজাইন সফটওয়্যার বা এ্যাপস এর সাহায্যে প্রস্তুতি বা পেজেন্টেশন তৈরি করতে পারেন। যা আপনাকে উপস্থাপনার কাজে সাহায্য করবে।
Exercise ফোল্ডারের powerpoint ফোল্ডার হতে Software নামক ফাইলটি ওপেন করি। চিত্রে চিহ্নিত অংশে অর্থ্যাৎ উইন্ডোজের নিচে ডান পাশে Slide Show আইকনে ক্লিক করি। দেখতে পাবো বিভিন্ন লেখা গুলো ধীরে ধীরে ডিসপ্লে হচ্ছে। সমস্ত লেখা আসা শেষ হলে অর্থ্যাৎ Panchagarh লেখা আসার পর আবার মাউস ক্লিক করি। পর্দার উপরে Software লেখাটি বড় করে আসবে।
আবার ক্লিক করি ফলে Software এর সংগা ডিসপ্লে হবে। আবার ক্লিক করি ফলে বাংলা সংগা আসবে। শেষ আর একবার ক্লিক করি এবং লক্ষ্য করি। একটা স্লোগান, মোবাইল নাম্বার এবং বড় করে ধন্যবাদ লেখা আসবে। লক্ষ্য করলে দেখতে পাবো ফাইলের প্রতিটি লেখা বিভিন্ন ধরনের স্টাইল সহকারে ডিসপ্লে হচ্ছে। একেকটা একেক ভাবে ডিসপ্লে হচ্ছে। ফাইলের ভিতরে বিভিন্ন কনটেন্ট এর মধ্যে বিভিন্ন ধরনের ইফেক্ট দিয়ে তৈরি করাই প্রেজেন্টেশন সফটওয়্যার এর কাজ। পাওয়ার পয়েন্ট সফটওয়্যারের সাহায্যে কিভাবে প্রেজেন্টেশন তৈরি করা যায় তা শিখবো।
বিষয়টি একটি উদাহরনের সাহায্যে আরও ক্লিয়ার করি- ধরা যাক আমি সানস্লিক শ্যাম্পু কোম্পানীর মার্কেটিং অফিসার হিসেবে কাজ করছি। আমাকে পঞ্চগড়ের প্রতিটি পাড়া/মহল্লায় শ্যাম্পুর প্রচারের দ্বায়িত্ব দেওয়া হলো। ধরা যাক পঞ্চগড়ের মলানী পাড়ায় প্রচারের জন্য গেলাম। শ্যাম্পুর গুনাবলি বর্ণনা করে বক্তব্য রাখছি। এটাই হচ্ছে প্রেজেন্টেশন বা উপস্থাপনা। কিন্তু যেকোন উপস্থাপনার পূর্বে কিছু প্রস্তুতি থাকে। আমি প্রথমে আমার পরিচয় দিবো, তারপর আয়োজনের উদেশ্য বলবো, তারপর একটা একটা করে পয়েন্ট ধরে ধরে আলোচনা করবো। পয়েন্ট গুলো হতে পারে-
পেজেন্টেশন সাধারনত কম্পিউটারের ছোট পর্দা হতে বড় পর্দায় (মাল্টিমিডিয়া প্রজেক্টের) দেখানো হয়। প্রতিটি পয়েন্ট এক একটা স্লাইড। স্লাইডের বিভিন্ন অংশে
বিভিন্ন ধরনের ইফেক্ট দেওয়া যায়। টেলিভিশন বা সিনেমার পর্দায় দেখা যায় সিনেমার শুরুতে বিভিন্ন অংশ আকাশ থেকে উড়ে উড়ে আসে, কোনটা আসে পর্দার কর্ণার থেকে ভেসে ভেসে, কোনটা আসে টাইপ করার মতো করে, কোন অংশ পর্দার মাঝখান থেকে ভেদ করে আসে। এসব করা হয় পেজেন্টেশন সফটওয়্যার বা এ্যপস এর সাহায্যে।
Presentation is a speech or talk in which
a new product, idea, or piece of work is shown and explained to an audience.
উপস্থাপনা বা প্রেজেন্টেশন হলো একটি বক্তৃতা যেখানে নতুন কোন পণ্য,
আইডিয়া বা ধারনা অথবা বিশেষ কোন বিষয় সম্পর্কে জনসাধারনের সামনে ব্যাখ্যা করা হয়।
কোনো কিছু
প্রেজেন্ট বা উপস্থাপন করতে হলে যে সফটওয়্যার প্রয়োজন তাকে প্রেজেন্টেশন সফটওয়্যার বলে। যেমন: Google Slide, Slidebean, Visme, Microsoft Power Point ইত্যাদি। তবে বাংলাদেশে প্রায় সবক্ষেত্রে Microsoft Power Point ব্যবহৃত হয়। পন্যের বিজ্ঞাপন, মিটিংয়ের আলোচ্য বিষয়, নির্দিষ্ট বিষয়ের ডাটা জনসাধারনের সামনে উপস্থাপনা ইত্যাদি কাজে পেজেন্টেশন ব্যবহার করা হয়। ইদানীং ক্লাশ রুমে শিক্ষক প্রেজেন্টেশনের মাধ্যমে ক্লাশ উপস্থাপনা করা শুরু করছে।
Nice 👍
ReplyDeleteLike
Delete