কিছু খুঁজছি, তাহলে এখানে।

Visit Web Site, Search Engine (Google, Yahoo, Wikipedia Etc).

Visit Web Site

কম্পিউটার বা যেকোন ডিজিটাল ডিভাইসের সাহায্যে যেকোন ওয়েব সাইট ভিজিট করার পূর্বে প্রথমে কম্পিউটারকে ইন্টারনেটের সাথে কানেকশন দিতে হবে এবং কাঙ্খিত ওয়েব সাইটের এড্রেস সংগ্রহে রাখতে হবে তারপর-

Ø  স্টার্ট ম্যানুর সাহায্যে আপনার কম্পিউটারে ইনস্টল কৃত ব্রাউজার রান করুন উদাহরন হিসেবে মাইক্রোসফট ইডজ দেখানো হলো ফলে চিত্রের ন্যায় উইন্ডোজ চালু হবে

Ø  ব্রাউজারের সবার উপরে সার্চ বক্সসহ Search or enter web address নামে লম্বালম্বি অংশকে এড্রেস বার বলা হয় এড্রেস বারে আপনার কাঙ্খিত ওয়েব এড্রেসটি কীবোর্ডের সাহায্যে টাইপ করতে হবে যেমন kobihat.blogspot.com


Ø  এবার কীবোর্ড এর সাহায্যে Enter প্রেস করলে কাঙ্খিত ওয়েব সাইটটি ওপেন হয়ে যাবে

Ø  একই সাথে একাধিক ওয়েব সাইট ভিজিট করতে চাইলে নতুন ট্যাব ওপেন করে এড্রেস বারে ওয়েব সাইটের এড্রেস টাইপ করে কীবোর্ডে Enter প্রেস করতে হবে নতুন ট্যাব ওপেন করার জন্য ব্রাউজারের সবার উপরে + চিহ্নে ক্লিক করতে হবে ট্যাব বন্ধ করার জন্য সংশ্লিষ্ট ট্যাবের ক্রস চিহ্নে ক্লিক করতে হবে

প্রতিটি ওয়েব সাইট কর্তৃপক্ষ নিজস্ব উদ্দেশ্যে তৈরি করে থাকেন কর্তৃপক্ষ তাদের উদ্দেশ্য হাসিলের জন্য ওয়েব সাইটের কন্টেন্ট গুলো তাদের ইচ্ছামতো সাজিয়ে রাখে যদি সাইটটি শিক্ষা প্রতিষ্ঠানের হয় তাহলে প্রতিটি শ্রেণির রেজাল্ট কোথায় থাকবে, ছাত্রছাত্রীদের তালিকা কোথায় থাকবে, ভবনের ছবি কোথায় থাকবে ইত্যাদি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ঠিক করে থাকে অর্থাৎ ওয়েব ডিজাইন কর্তৃপক্ষ করে থাকে আমি বাড়ী তৈরি করবো সেক্ষেত্রে শোবার ঘরটি কোনপাশে হবে, ড্রয়িং কোন পাশে হবে, রান্না ঘর কোন পাশে হবে তা আমার উপর নির্ভর করবে বিষয়টি ঠিক এরকম  তাহলে বলা যায় প্রতিটি ওয়েব সাইটের ডিজাইন আলাদা আলাদা সুতরাং আমি ওয়েব সাইটে কেন প্রবেশ করলাম এবং কোথায় ক্লিক করলে আমার উদেশ্য সফল হবে তা নিজের বুদ্ধি খাটিয়ে করতে হবে

Search Engine

আমরা ইতিমধ্যে শুনে আসছি ইন্টারনেটে প্রায় সব তথ্য পাওয়া যায় এর মূলে হচ্ছে সার্চ ইন্জিন আমরা গুগলের নাম শুনছি, গুগলের সাহায্যে অনলাইনে সব তথ্য খুজে পাওয়া যায় গুগল এক প্রকার সার্চ ইন্জিন

সার্চ ইন্জিন হচ্ছে ইন্টারনেট ভিত্তিক এপ্লিকেশন সফটওয়্যার যা নির্দিষ্ট কী ওয়ার্ডের উপর ভিত্তি করে ফলাফল প্রদান করে সার্চ ইন্জিনের সাহায্যে যে বিষয় সম্পর্কে জানতে চাই তাকে কী ওয়ার্ড বলে যদি আমি পঞ্চগড় সম্পর্কে জানতে চাই তাহলে পঞ্চগড় হচ্ছে কী ওয়ার্ড  ইন্টারনেট ভিত্তিক সফটওয়্যার কম্পিউটারে ইনস্টল করতে হয় না এসব সফটওয়্যার সার্ভার কম্পিউটারে থাকে, সার্ভার কম্পিউটার হতে ব্যবহার করা যায়কিছু সার্চ ইন্জিন যেমন: চড়কী, পিপিলিকা, Google, Yahoo, Ask, Bing ইত্যাদি চড়কী এবং পিপিলিকা বাংলাদেশের তৈরি সার্চ ইন্জিন আপনি কোন সার্চ ইন্জিন ব্যবহার করবেন তা আপনার পছন্দের উপর নির্ভর করবে তবে বাংলাদেশের প্রায় সবাই গুগল ব্যবহার করে প্রতিটি সার্চ ইন্জিন এর ওয়েব সাইটের মতো আলাদা আলাদা এড্রেস থাকে যেমন Google সার্চ ইন্জিন এর এড্রেস হচ্ছে: www.google.com, Yahoo সার্চ ইন্জিনের এড্রেস হচ্ছে: www.yahoo.com

ধরা যাক Google সার্চ ইন্জিন ব্যবহার করে Panchagarh সম্পর্কে জানতে চাই, তাহলে Panchagarh হচ্ছে কীওয়ার্ড জন্য -

Ø  সর্বপ্রথমে কম্পিউটারে ইনস্টলকৃত আপনার পছন্দের ব্রাউজার (Browser) ওপেন করতে হবে উদাহরন হিসেবে Microsoft Edge Run করলাম

Ø  এড্রেস বারে সার্চ ইন্জিনের এড্রেস www.google.com টাইপ করতে হবে কীবোর্ডের সাহায্যে ইন্টার প্রেস করতে হবে, ফলে মাঝখানে সার্চ বক্স সহ গুগল সার্চ ইন্জিন চালু হবে চিত্র ০১


Ø  সার্চ বক্সে নির্দিষ্ট কী ওয়ার্ড যেমন Panchagarh টাইপ করতে হবে, এরপর কীবোর্ডের সাহায্যে Enter প্রেস করতে হবে ফলে পঞ্চগড় এর তথ্য সম্বিলিত অনেক গুলো ওয়েব সাইট এর সাজেশন্স আসবে চিত্র ০২ জেলার ম্যপ দেখতে চাইলে Maps এ ক্লিক করতে হবে শুধু পঞ্চগড়ের ছবি দেখতে চাইলে Images এ ক্লিক করতে হবে ইত্যাদি

 

No comments:

Post a Comment

Thank for your comment

”কোটেশন”

ডিজিটাল শিক্ষা গ্রহন করি। নিজে ডিজিটাল হই। দেশকে ডিজিটাল করি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

সাইটটি ভাল লাগলে লাইক ও শেয়ার করুন