কিছু খুঁজছি, তাহলে এখানে।

ইন্টারনেট কি? ইন্টারনেট (Browsing) ব্রাউজিং।

ইন্টারনেট শব্দটি দুটি শব্দ নিয়ে গঠিত Inter অর্থ অন্ত এবং network এর net নিয়ে ইন্টারনেট শব্দটি গঠিত আন্ত নেটওয়ার্ক বা নেটওয়ার্কের ভিতরে নেটওয়ার্ক কে ইন্টারনেট বলা হয় এক কথায় নেটওয়ার্কের নেটওয়ার্ক কে ইন্টারনেট (Internet) বলে

ধরা যাক, পঞ্চগড়ে একটা ল্যান (LAN) বা ম্যান (MAN) আছে রংপুরে একটা ম্যান (MAN), ঢাকায় একটা ম্যান (MAN), কানাডার টরন্টো তে একটা ম্যান (MAN), ভারতের দিল্লীতে আর একটা ম্যান (MAN) আছে এবার সবগুলো ম্যান (MAN) বা ল্যান (LAN) একসাথে সংযুক্ত হয়ে বড় আর একটি নেটওয়ার্ক গঠন করলো এটাকে ইন্টারনেট বলা যেতে পারে এভাবে পৃথিবী ব্যাপী বিস্তৃত বিভিন্ন কম্পিউটার একে অপরের সাথে সংযুক্ত থেকে তথ্যের আদান-প্রদান করছে আমাদের প্রতিটি কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ইন্টারনেটের সাথে সংযুক্ত হলে তা প্রথমে কোন নেটওয়ার্কের সাথে সংযুক্ত হয় তারপর পৃথিবীব্যাপী সমস্ত কম্পিউটারে সংযুক্ত হয় মোবাইলে গ্রামীন সিম থাকলে মোবাইলটি প্রথমে গ্রামীন নেটওয়ার্কে সংযোগ স্থাপন করে তারপর ইন্টারনেটে সংযুক্ত হয়

ইন্টারনেট কানেকশন স্থাপন

যেকোন ডিজিটাল ডিভাইস কে ইন্টারনেটের সাথে সংযোগ দেওয়ার বেশ কয়েকটি উপায় আছে

মডেম এর সাহায্যে: বাজাারে গ্রামীনফোন, রবি, বাংলালাওন ইত্যাদি বিভিন্ন মডেম পাওয়া যায় আপনার পছন্দ অনুযায়ী মডেমটি বাজার থেকে কিনতে হবে

    Ø কাঙ্খিত মোবাইল কোম্পানীর সিম এক্টিভ করতে হবে, নির্দিষ্ট পরিমান টাকা রিচার্জ করে প্রয়োজনীয় ইন্টারনেট প্যাকেজ চালু করতে হবে

    Ø মডেমটি কম্পিউটারের সাথে কানেক্ট করুন যদি মডেমটি প্লাগ এন্ড প্লে হয় তাহলে অটোমেটিক ডিভাইস ড্রাইভার ইনস্টল করে ফেলবে অন্যথায় মডেমের ড্রাইভারটি ইনস্টল করতে হবে কিছু মডেমের ক্ষেত্রে মডেমের মেমরীর মধ্যে ডিভাইস ড্রাইভারটি (সফটওয়্যার) সংরক্ষন করা থাকে, ম্যনুয়ালি ইনস্টল করতে হবে

    Ø কিছু ক্ষেত্রে মডেমের ড্রাইভার আলাদা সিডি ডিস্কে দেওয়া থাকে, সেক্ষেত্রে সিডি ডিস্ক হতে ড্রাইভারটি ইনস্টল করতে হবে

    Ø এবার স্টার্ট ম্যানু এবং অল প্রোগ্রামের সাহায্যে মডেম সফটওয়্যারটি রান করি ফলে মডেমের উইন্ডোজ ওপেন হবে

    Ø ভিন্ন ভিন্ন মডেমের উইন্ডোজ ভিন্ন ভিন্ন প্রদত্ত নির্দেশনা দেখে কাজ করতে হবে মডেমের সাহায্যে ইন্টারনেট কানেক্ট করার নির্দেশনা দেখে সামনে আগালে আপনার কম্পিউটারটি ইন্টারনেটের সাথে কানেক্ট হয়ে যাবে

বর্তমানে সাধারনত গ্রামাঞ্চলে মডেম ব্যবহার হয়, যেখানে ব্রডব্যন্ড সুবিধা নাই

এছাড়া টেলিফোন লাইনের সাহায্যে, মোবাইলের সাহায্যেও কম্পিউটারকে ইন্টারনেটে কানেক্ট করা যায় টেলিফোন এবং মোবাইলের সাহায্যে ইন্টারনেটের কানেকশন একেবারে নাই তবে বর্তমানে সর্বত্র ব্রডব্যান্ড কানেকশন সবচেয়ে বেশী ব্যবহৃত হচ্ছে বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলায় প্রাইভেট কোম্পানী ব্রডব্যান্ড কানেকশন সেবা প্রদান করছে সরকারী ভাবেও ব্রডব্যান্ড কানেকশন এর কাজ চলমান ব্রডব্যান্ড কানেকশনের ক্ষেত্রে আপনার তেমন কোন কাজ করতে হবে না রাউটার সহ ছোটখাটো দু একটা ডিভাইস এবং ক্যাবল কিনতে হবে এতে আপনার ২০০০-৪০০০ টাকা খরচ হতে পারে ব্রডব্যান্ড ওয়ালারা আপনার কানেকশন ঠিক করে দিবে

(Browsing) ব্রাউজিং

কম্পিউটারকে ইন্টারনেটের সাথে সংযুক্ত করার অন্যতম কারন হচ্ছে ইন্টারনেটের বিভিন্ন ওয়েব সাইট ভিজিট করা এবং ইন্টারনেট হতে তথ্য গ্রহন করা বা প্রদান করা কম্পিউটারে প্রতিটি আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা সফটওয়ার লাগে চিঠিপত্র, প্রমান দলিলপত্র, ডকুমেন্ট ইত্যাদি তৈরির জন্য এমএসওয়ার্ড লাগে হিসাব-নিকাশ করার জন্য এমএস এক্সেল গান শুনার জন্য মিউজিক প্লেয়ার লাগে এসব সফটওয়্যারকে বলা হয় ব্যবহারিক বা এপ্লিকেশন সফটওয়্যার ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন তথ্য আদান-প্রদান করার জন্য অবশ্যই অন্য একটি সফটওয়্যার লাগবে এই সফটওয়্যারকে বলা হয় (Browser) ব্রাউজার ইংরেজি Browse শব্দ থেকে Browser এর উৎপত্তি হয়েছে Browse অর্থ ভ্রমন, ইন্টারনেট জগতে ভ্রমন করার জন্য এক ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয়, যাকে Browser বলে 

ব্রাউজার একটি এপ্লিকেশন সফটওয়্যার, যার সাহায্যে ইন্টারনেটের বিভিন্ন তথ্য সংগ্রহ করা যায় এবং বিভিন্ন তথ্য প্রদান করা যায় কয়েকটি ব্রাউজিং সফটওয়্যার যেমন- মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার, মাইক্রোসফট ইডজ ইত্যাদি প্রতিটি ব্রাউজারের উদ্দেশ্য ওযেব সাইট ভিজিট করা  কিন্তু ভিন্ন ভিন্ন ব্রাউজারে কাজ করার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সুবিধা অসুবিধা লক্ষ্য করা যায় আপনি আপনার ইচ্ছামতো যেকোন ব্রাউজার ব্যবহার করতে পারেন তবে অবশ্যই আপনার পছন্দের ব্রাউজারটি আপনার কম্পিউটারে ইনস্টল করতে হবে আমি গুগল ক্রম এবং মাইক্রোসফট ইডজ বেশী ব্যবহার করি

আমার কাছে মোবাইল আছে, মোবাইলে সিম আছে, সিমে টাকাও আছে মোবাইলের সব ঠিক আছে আমি আপনার সাথে কথা বলতে চাই তাহলে আর কি লাগবে? আপনার মোবাইল নাম্বার হা আপনার মোবাইল নাম্বার লাগবে অনুরূপভাবে আপনি কোন ওযেব সাইট ভিজিট করতে চান তা ঠিক করতে হবে এবং সে ওয়েব সাইটের এড্রেস সংগ্রহে থাকতে হবে ইন্টারনেটে তথ্য আদান-প্রদান করার জন্য মোট তিনটি বিষয় খেয়াল রাখতে হবে

Ø কম্পিউটার বা ডিভাইসের সাথে ইন্টারনেট কানেকশন

Ø পছন্দের ওয়েব ব্রাউজার

Ø ওয়েব সাইটের এড্রেস

ওয়েব পেজ এবং ওয়েব সাইট

ওয়েব পেজ হলো লেখা, অডিও, ভিডিও, স্থির চিত্র, এনিমেশন ইত্যাদি বিভিন্ন ধরনের তথ্য সংবলিত এক ধরনের ওয়েব ডকুমেন্ট যা ইন্টারনেটের ব্যবহারকারীদের দেখার জন্য ইন্টারনেটে সংযুক্ত কম্পিউটারে (সার্ভারে) রাখা হয এরূপ একাধিক ওয়েব পেজের সমন্বয়ে ওয়েব সাইট গঠিত হয় ওয়েব সাইটের প্রতিটি পেজ একই ওয়েব এড্রেসের অর্থাৎ একই ডোমেইনের হয়

 

No comments:

Post a Comment

Thank for your comment

”কোটেশন”

ডিজিটাল শিক্ষা গ্রহন করি। নিজে ডিজিটাল হই। দেশকে ডিজিটাল করি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

সাইটটি ভাল লাগলে লাইক ও শেয়ার করুন