কিছু খুঁজছি, তাহলে এখানে।

নেটওয়ার্ক কি? এর প্রকারভেদ।

এক স্থান থেকে আর এক স্থানে তথ্যের আদান-প্রদান করাকে নেটওয়ার্ক বলে এক যন্ত্র থেকে আর এক যন্ত্রে তথ্যের আদান-প্রদান করাকে নেটওয়ার্ক বলা হয় আমি বইয়ে কিছু তথ্য লিখেছি যা আপনি গ্রহন করছেন এখানেও তথ্যের আদান-প্রদান হচ্ছে এটাও এক প্রকার নেটওয়ার্ক এখানে বই মিডিয়া হিসেবে কাজ করছে আমি একজন মানুষ মঞ্চে বক্তব্য রাখছি এবং বাকী সবাই শুনছে এটাও একপ্রকার নেটওয়ার্ক আমি একজনের সাথে গল্প করছি এখানে তার এবং আমার মধ্যে তথ্যের আদান প্রদান হচ্ছে এটাও এক প্রকার নেটওয়ার্ক যেহেতু মানুষের সাথে মানুষের তথ্যের আদান প্রদান হচ্ছে তাই নেটওয়ার্কের নাম দেওয়া যেতে পারে মানুষের নেটওয়ার্ক পাখিরাও কিচিরমিচির করে নিজেদের মধ্যে তথ্যের আদান প্রদান করে নেটওয়ার্ক কে পাখিদের নেটওয়ার্ক বলা যেতে পারে একজন চীনা মানুষ আমার সাথে কথা বলছে কিন্তু আমি তার কথা বুঝতে পারছি না এটাকে নেটওয়ার্ক বলা যাবে না একজন দোভাষী চীনার কথা গুলো আমাকে বুঝিয়ে দিচ্ছে, তাহলে এটাকে নেটওয়ার্ক বলা যেতে পারে এখানে দোভাষী হচ্ছে মিডিয়া শুধু তথ্য আদান প্রদান করলেই হবে না, তথ্য গুলো অবশ্যই একে অপরের বোধগম্য হতে হবে

দুই বা তার অধিক কম্পিউটার বা কম্পিউটার ডিভাইস একে অপরের সাথে সংযুক্ত থেকে একে অপরের সাথে তথ্য আদান প্রদান করাকে নেটওয়ার্ক বলে

নেটওয়ার্কের উদ্দেশ্য বা ব্যবহার

তথ্য বিনিময়: নেটওয়ার্ক ভুক্ত যেকোন কম্পিউটার সহজে তথ্যের আদান-প্রদান করতে পারে

হার্ডওয়্যার সফটওয়্যার রিসোর্স শেয়ারিং: নেটওয়ার্ক সংযুক্ত থেকে অন্য কম্পিউটারের হার্ডওয়্যার যেমন- প্রিন্টার, মডেম ইত্যাদি সহ বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করা যায়

তথ্য সংরক্ষন: নেটওয়ার্ক ভুক্ত কম্পিউটার সমূহ একে অপরের সাথে যেকোন কম্পিউটারে তথ্য সংরক্ষন করতে পারে

মেসেজ আদান-প্রদান: নেটওয়ার্ক ভুক্ত কম্পিউটার গুলো নিজেদের মধ্যে মেসেজ আদান-প্রদান করতে পারে

দূরবর্তী স্থান থেকে ব্যবহার: অফিসের কম্পিউটারের সাথে সংযুক্ত থেকে বাসায় বসে অফিসের অনেক কাজ করা যায়

ভৌগলিক বিস্তৃতি অনুসারে নেটওয়ার্ক এর প্রকারভেদ

ভৌগলিক বিস্তৃতি অনুসারে অর্থাৎ নেটওয়ার্ক এর ডিভাইস এর অবস্থানের উপর ভিত্তি করে নেটওয়ার্ক মোট চার প্রকার, যথা-

Personal Area Network (PAN):

Personal এর বাংলা ব্যক্তিগত ব্যক্তিগত কাজের জন্য নেটওয়ার্ক ব্যবহৃত হয় প্যান (PAN) হলো এমন একটি নেটওয়ার্ক ব্যবস্থা যেখানে পার্সোনাল কম্পিউটার ডিভাইস সমূহ যেমন মোবাইল, ল্যাপটচ, পিডিএ, প্রিন্টার ইত্যাদিতে যোগাযোগ করার জন্য ব্যবহৃত হয় থমাস জিসার তার সহযোগী প্রথম প্যান এর ধারনা দেন

Local Area Network (LAN):

Local এর বাংলা অর্থ স্থানীয় অর্থাৎ আশেপাশে অবস্থিত ল্যান (LAN) সাধারনত ক্ষুদ্র পরিসরে একই ভবনের বিভিন্ন তলায়, পাশাপাশি ভবনের বিভিন্ন তলায়, স্কুল-কলেজ, অফিস-আদালত, ছোট ব্যবসা ইত্যাদি প্রতিষ্ঠানের একাধিক কম্পিউটারে সংযোগের জন্য যে নেটওয়ার্ক গড়ে ওঠে তাকে ল্যান বলে

Metropolitan Area Network (MAN):

Metropolitan সাধারনত বড় শহরকে বুঝাই একটি শহরের বিভিন্ন স্থানে বিস্তৃত কম্পিউটারের মধ্যে তথ্য আদান-প্রদান করার জন্য যে নেটওয়ার্ক স্থাপিত হয় তাকে ম্যান (MAN) বলে

Wide Area Network (WAN):

Wide এর বাংলা বিস্তৃতি বা প্রসস্থ একটি দেশের বিভিন্ন স্থানে অবস্থিত অথবা পৃথিবীব্যাপি বিস্তৃত বিভিন্ন কম্পিউটারের মধ্যে তথ্য আদান-প্রদান করার জন্য যে নেটওয়ার্ক তাকে ওয়ান (WAN) বলে WAN একপ্রকার ইন্টারনেট

 

No comments:

Post a Comment

Thank for your comment

”কোটেশন”

ডিজিটাল শিক্ষা গ্রহন করি। নিজে ডিজিটাল হই। দেশকে ডিজিটাল করি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

সাইটটি ভাল লাগলে লাইক ও শেয়ার করুন