৩.১.৬ সিঙ্গেল (Single) ক্লিক এবং ডাবল
(Double) ক্লিক
মাউসের লেফট বাটন একবার ক্লিক করাকে সিঙ্গেল ক্লিক বলে। ক্লিক বলতেই সিঙ্গেল লেফট ক্লিককে বুঝায়। সাধারনত প্রোগ্রাম সিলেক্ট করার কাজে সিঙ্গেল ক্লিক করা হয়। মাউসের লেফট বাটন বিরতীহীন ভাবে দুইবার ক্লিক করাকে ডাবল ক্লিক বলে। কোন প্রোগ্রাম, ফাইল, ফোল্ডার ইত্যাদি ওপেন বা চালু করার জন্য ডাবল ক্লিক ব্যবহার করা হয়।
ড্রাগ ড্রপ কেন করি?
কম্পিউটার ডেস্কটপ কে নরমাল ডেস্ক এর সাথে তুলনা করা যায়। অফিসের ডেস্কে কলমদানী, ফাইলদানী, স্ট্রে ইত্যাদি উপাদান গুলো টেবিলে বা ডেস্কে অফিসারের সুবিধামতো সাজানো থাকে। যখন যা দরকার টুক করে হাতে নেয় এবং কাজ করে ঠিক মতো রেখে দেয়। অনুরূপভাবে কম্পিউটার ডেস্কটপে বিভিন্ন প্রোগ্রামের আইকন গুলো ডেস্কটপে বা মনিটরের পর্দায় ইচ্ছামতো সাজিয়ে রাখা যায়। ব্যবহারকারী নিজের পছন্দ মতো আইকনগুলোকে সাজিয়ে রাখে। কম্পিউটার ডেস্কটপের কোন আইকনকে ডান থেকে বামে বা বাম থেকে ডানে পুনবিন্যাস করার প্রয়োজন পরে তখন ড্রাগ এন্ড ড্রপ এর মাধ্যমে করতে হয়।
ড্রাগ এর বাংলা হেচড়ানো। নাকে খত কথাটি অবশ্যই শুনেছি। নাকে খত এক প্রকার শাস্তি। এক্ষেত্রে সাজা প্রাপ্ত লোকটি তার নাক মাটির সাথে ঘেষে ঘেষে নিয়ে যায়। সমতলের উপর রেখে ঘেষে ঘেষে নিয়ে যাওয়াকে হেচড়ানো বা ড্রাগ বলে।
কম্পিউটারের ক্ষেত্রে কোন ফাইল, ফোল্ডার বা প্রোগ্রামের আইকন কে মাউসের সাহায্যে হেচড়িয়ে ডেস্কটপের একস্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়াকে ড্রাগ বলে। কাঙ্খিত স্থানে নিয়ে যাওয়ার পর মাউস ছেড়ে দেওয়াকে ড্রপ বলে। ড্রপ মানে ফোটা। ড্রপারের সাহায্যে পানির ফোটা টপ করে কাঙ্খিত স্থানে ফেলে দেয়। অনুরূপ ভাবে মাউসের সাহায্যে আইকনকে ড্রাগ করে নির্দিষ্ট স্থানে ছেড়ে দেওয়াকে ড্রপ বলে। এককথায় হেচড়িয়ে নিয়ে যাওয়াকে ড্রাগ এবং ছেড়ে দেওয়াকে ড্রপ বলা হয়।
ড্রাগ ড্রপ করার জন্য -
Ø ডেস্কটপের যে উপাদান বা আইকনটি পুনবিন্যাস করা দরকার মাউস কার্সর কে তার উপর নিয়ে যাবো।
Ø লেফট ক্লিক করে ধরে থাকা অবস্থায় মাউসটি ড্রাগ বা হেচড়াবো। ফলে আইকনটি তার অবস্থান পরিবর্তন করবে।
Ø আইকনটি কাঙ্খিত অবস্থানে যাওয়ার সাথে মাউস এর লেফট বাটন ছেড়ে দিবো। ফলে আইকনটি অবস্থান পরিবর্তন করবে।
No comments:
Post a Comment
Thank for your comment