এপ্লিকেশন প্রোগ্রাম
রান করার বিভিন্ন পদ্ধতি আছে। স্টার্ট
ম্যানুর সাহায্যে এবং সার্চ বক্সের সাহায্যে কিভাবে প্রোগ্রাম রান করা যায় তা আলোচনা
করা হলো।
স্টার্ট ম্যানুর সাহায্যে প্রোগ্রাম রান -
স্টার্ট বাটন বা স্টার্ট আইকনে এ ক্লিক করলে অনেকগুলো প্রোগ্রামের একটা লিস্ট আসবে, এই লিস্টকে স্টার্ট ম্যানু বলা হয়। মাউস স্ক্রলিং করে স্টার্ট ম্যনু হতে কাঙ্খিত প্রোগ্রামটি খুজে বের করতে হবে। কাঙ্খিত প্রোগ্রামের আইকনে ক্লিক করে সংশ্লিষ্ট প্রোগ্রামকে রান করা যায়।
সার্চ বক্সের (Search Box) সাহায্যে প্রোগ্রাম রান করা-
প্রায় সময় অনেক প্রোগ্রামের ভিড়ে স্টার্ট ম্যানুর সাহায্যে কাঙ্খিত প্রোগ্রাম খুজে পেতে অনেক সময় লাগে বা খুজে পাওয়া যায় না। এরকম পরিস্থিতিতে সার্চ বক্সের সাহায্যে অতি দ্রুত কাঙ্খিত প্রোগ্রাম খুজে পাওয়া যায় এবং রান করা যায়।
Ø টাস্কবারের বাম কর্ণারে সার্চ বক্সে বা সার্চ আইকনে ক্লিক।
Ø কাঙ্খিত প্রোগ্রামের নাম সার্চ বক্সে টাইপ করি। যেমন Calculator.
Ø সার্চ ম্যানুতে কাঙ্খিত প্রোগ্রামটি সাজেশন্স আকারে পাওয়া যাবে। যেমন Calculator
Ø মাউসের সাহায্যে কাঙ্খিত প্রোগ্রামের আইকনে অথবা Open আইকনে ক্লিক। উদাহরন হিসেবে Calculator.
৩.১.৯ এ্যপ্লিকেশন উইন্ডোজ
এর বিভিন্ন অংশ
এ্যপ্লিকেশন প্রোগ্রাম রান করলে প্রথম যে ইন্টারফেসটা আসে তাকে ঐ এ্যপ্লিকেশন প্রোগ্রামের উইন্ডোজ বলে। ভিন্ন ভিন্ন এ্যপ্লিকেশন প্রোগ্রামের উইন্ডোজ ভিন্ন ভিন্ন। আদর্শ হিসেবে WordPad প্রোগ্রামের উইন্ডোজ পরিচিতি শিখবো। সার্চ বক্সে Wordpad টাইপ করে ওয়ার্ডপ্যাড রান করি।
টাইটেল বার (Title Bar):
সাধারনত উইন্ডোজের সবার উপরে টাইটেল বার থাকে। এ বারে সাধারনত বর্তমান যে ফাইলটি ওপেন আছে তার নাম প্রদর্শিত হয়।
রিবন এবং ট্যাব (Ribbon and Tab):
টুলস বার পরিবর্তিত হয়ে রিবন হয়েছে। রিবন প্রোগ্রামের সব ধরনের ফাংশন আইকন অর্থাৎ টুলস ধারন করে। ম্যানুবার পরিবর্তিত হয়ে ট্যাব হয়েছে। প্রতিটি ট্যাব বা ম্যানুর অধীন আইকন গুলো রিবনের প্রদর্শিত হয়।
স্ক্রলিং বার (Scroll Bar):
উইন্ডোজ এর ভিতরের অংশগুলোকে ডানে-বামে এবং উপর-নিচে সরানোর জন্য স্ক্রলিং বার ব্যবহৃত হয়। উপর নিচ এর স্ক্রলিং বার কে ভার্টিক্যাল স্ক্রলিং বার এবং ডান-বাম স্ক্রলিং বার কে হরিজন্টাল স্ক্রলিং বার বলা হয়।
৩.১.১০ প্রোগ্রাম বন্ধ, মিনিমাইজ, ম্যক্সিমাইজ
প্রায় প্রত্যেকটি প্রোগ্রামের উইন্ডোজে উপরে ডান পাশে প্রোগ্রাম বন্ধ (Close), মিনিমাইজ (Minimize), ম্যক্সিমাইজ (Maximize) আইকনগুলো থাকে। প্রোগ্রাম রান থাকবে কিন্তু ডিসপ্লে হবে না অর্থাৎ টাস্কবারে হাইড হয়ে থাকবে এরকম অবস্থা তৈরি করার জন্য মিনিমাইজ (-) ক্লিক করতে হবে। প্রোগ্রাম উইন্ডোজ টি মনিটরের সমস্থ পর্দায় ছড়িয়ে পড়বে এরকম অবস্থা তৈরি করার জন্য ম্যক্সিমাইজ (≥) ক্লিক করতে হবে। প্রোগ্রাম উইন্ডোজ ম্যাক্সিমাইজ থাকা অবস্থায় ডাবল চতুর্ভুজের রিস্টোর ডাউন (Restore Down) নামে আর একটি আইকন থাকে। প্রোগ্রাম উইন্ডোজ কে অর্ধ পদা করার জন্য রিস্টোর ডাউন করতে হয়। প্রোগ্রাম একেবারে বন্ধ করার জন্য close (×) ক্লিক করতে হয়।
No comments:
Post a Comment
Thank for your comment