কিছু খুঁজছি, তাহলে এখানে।

ShortCut Create (ডেস্কটপ শর্টকার্ট, টাস্কবার শর্টকার্ট, স্টার্ট ম্যানু শর্টকার্ট)

মনে করা যাক আমার অফিস হতে বাসা যাতায়াত করার দুই তিনটা উপায় আছে একটা প্রধান (মেইন) রাস্তা, যা দিয়ে সময় একটু বেশী লাগে এবং একটুবেশীঘুরে আসতে হয় আর একটা গলি রাস্তা কিন্তু সময় কম লাগে এবং তুলনামূলক সহজে যাতায়াত করা যায় সহজে যাতায়াত করাকে শর্টকার্ট যাতায়াত পদ্ধতি বলা যেতে পারে সাধারন পদ্ধতি হতে বিকল্প সহজ পদ্ধতিকে শর্টকার্ট বলা হয় কম্পিউটারের ক্ষেত্রে কোন প্রোগ্রাম কে স্টার্ট ম্যানুর (ম্যনুয়াল পদ্ধতিতে) সাহায্যে রান না করে বিকল্প অতি দ্রুত রান করার পদ্ধতিকে শর্টকার্ট বলে শর্টকার্ট পদ্ধতিতে প্রোগ্রাম কে রান করতে হলে প্রথমে প্রোগ্রামের আইকনকে শর্টকার্ট আকারে সেট করতে হবে নিচে কয়েকটি শর্টকাট পদ্ধতি আলোচনা করা হলো

ডেস্কটপ শর্টকার্ট

প্রথমে কাঙ্খিত প্রোগ্রাম কে শর্টকার্ট আকারে ডেস্কটপে নিয়ে আসতে হবে এরপর ডেস্কটপ এর শর্টকার্ট আইকনে ডাবল ক্লিক করলেই রান হয়ে যাবে বিভিন্ন ভাবে ডেস্কটপ শর্টকার্ট তৈরি করা যায়

প্রথম পদ্ধতি


    Ø স্টার্ট ম্যানুর হতে কাঙ্খিত প্রোগ্রামে রাইট ক্লিক

    Ø go to more then go to open file location

    Ø রাইট ক্লিক এবং go to send to

    Ø go to Desktop (create shortcut) এবং ক্লিক

ডেস্কটপ শর্টকার্ট ডিলিট: 

ডেস্কটপের শর্টকার্ট আইকনে রাইট ক্লিক তারপর ডিলিট ক্লিক করে ডেস্কটপ শর্টকার্ট ডিলিট করা যায়

ডেস্কটপ শর্টকার্ট দ্বিতীয় পদ্ধতি

    Ø স্টার্ট ম্যানুর সাহায্যে কাঙ্খিত প্রোগ্রামে গমন

    Ø সংশ্লিষ্ট প্রোগ্রামকে মাউসের সাহায্যে ড্রাগ

    Ø এরপর ডেস্কটপের ফাকা স্থানে ড্রপ

টাস্কবারে এবং স্টার্ট ম্যানুতে প্রোগ্রাম পিন

স্টার্ট বাটন ক্লিক করার পর অনেকগুলো প্রোগ্রামের একটা লিস্ট আসে এটাকে স্টার্ট ম্যানু বলে স্টার্ট ম্যানুর ডান পাশে পিন করা প্রোগ্রাম গুলো থাকে ডেস্কটপের নিচে টাস্কবার থাকে  আলপিন অথবা সেফটিপিন যেই পিন হোকনা কেন প্রত্যেকটি পিনের কাজ হচ্ছে কারও সাথে কাউকে আটকিয়ে দেওয়া এখানে টাস্কবারে এবং স্টার্টম্যানুতে প্রোগ্রামকে আটকিয়ে দেওয়া প্রোগ্রাম পিন করা প্রোগ্রাম পিন করার জন্য নিম্নের ধাপ অনুসরন করতে হবে

    Ø স্টার্টবাটন এবং স্টার্ট ম্যানুর সাহায্যে কাঙ্খিত প্রোগ্রামে গমন

    Ø সংশ্লিষ্ট প্রোাগ্রামের উপর রাইট ক্লিক

    Ø স্টার্ট ম্যানুতে পিন করতে চাইলে Pin to start অথবা টাস্কবারে প্রোগ্রাম পিন করতে চাইলে pin to taskbar ক্লিক pin to taskbar না থাকলে more থেকে পাওয়া যাবে

টাস্কবারে এবং স্টার্ট ম্যানুতে প্রোগ্রাম আনপিন (Unpin) –

পিন (Pin) এবং আনপিন (Unpin) প্রক্রিয়া দুটি প্রায় একই রকম তবে যদি কোন প্রোগ্রাম পিন করা থাকে তাহলেই কেবল আনপিন করা যায় আনপিন করার জন্য পিন করার পদ্ধতি অনুসরন করতে হবে, শেষে শুধু Unpin from star অথবা Unpin from taskbar ক্লিক করতে হবে


2 comments:

Thank for your comment

”কোটেশন”

ডিজিটাল শিক্ষা গ্রহন করি। নিজে ডিজিটাল হই। দেশকে ডিজিটাল করি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

সাইটটি ভাল লাগলে লাইক ও শেয়ার করুন