ইনস্টল এর বাংলা – বসিয়ে দেওয়া বা প্রোথিত করা। কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যার কে কম্পিউটারের হার্ডওয়্যারের উপর বসিয়ে দেওয়া অর্থাৎ পরিচয় করিয়ে দেওয়াকে প্রোগ্রাম ইনস্টল বলে। ব্যবহারকারীর ব্যবহারিক সমস্যা সমাধানের জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে ব্যবহারিক বা এ্যপ্লিকেশন সফটওয়্যার বলে। প্রতিটি ভিন্ন ভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন সফটওয়্যার লাগে। চিঠিপত্র, প্রমানপত্র, দলিলপত্র তৈরির জন্য লাগে ওয়ার্ড প্রসেসর-যেমন এমএসওযার্ড। ফটো এডিট করতে লাগে ফটোশপ। গ্রাফিক্স ডিজাইন করতে লাগে ইলাস্ট্রেটর। প্রতিটি ব্যবহারিক সফটওয়্যার ব্যবহারের পূর্বে কম্পিউটারে ইনস্টল করতে হয়। আবার অনেক সময় কিছু প্রোগ্রাম ব্যবহারের জন্য পূর্বে ইনস্টল করেছি কিন্তু এখন আর কাজে লাগে না। এসব প্রোগ্রাম কম্পিউটার থেকে সরিয়ে বা মুছে ফেলা দরকার। কম্পিউটার ফাইল ফোল্ডার ডিলিট করে সহজে মুছে ফেলা যায়। কিন্তু প্রোগ্রাম মুছে ফেলতে কিছু প্রক্রিয়া অবলম্বন করতে হয়। এটাকে আনইনস্টল বলা হয়।
৩.৩.১ ইনস্টল
(Install)
প্রোগ্রাম ইনস্টল করার জন্য প্রথমে প্রোগ্রামটি সংগ্রহ করতে হবে। প্রোগ্রাম সংগ্রহ করতে পারি বিভিন্ন ভাবে।
Ø ইন্টারনেট থেকে ডাউনলোড করে।
Ø বন্ধুর কম্পিউটার হতে পেনড্রাইভ বা অন্য মিডিয়ার মাধ্যমে।
Ø বাজারে কম্পিউটার দোকান থেকে সিডি বা ডিভিডি ক্রয় করার মাধ্যমে।
প্রোগ্রাম ইনস্টল করার জন্য সংগ্রহীত প্রোগ্রামের ফোল্ডারে প্রবেশ করতে হবে। প্রায় বেশীর ভাগ প্রোগ্রাম এর ক্ষেত্রে প্রোগ্রাম ফোল্ডারে একাধিক ফাইল ও ফোল্ডার থাকতে পারে। এসব ফাইল থেকে Installer অথবা Application অথবা .exe টাইপের ফাইলটি খুজে বের করতে হবে। এ ফাইলের উপর ডাবল ক্লিক করে ফাইলটি রান করতে হবে। এর পরের প্রতিটি ধাপ ভিন্ন ভিন্ন প্রোগ্রামের জন্য ভিন্ন ভিন্ন এবং ৩- ৭ টি ধাপ থাকতে পারে। প্রায় সব প্রোগ্রামের প্রতিটি ধাপে হা-বোধক যেমন-Next, Accept, Yes, Go, Finish ইত্যাদি কমান্ড পছন্দ করে ক্লিক করতে হবে। ইনস্টল শেষে প্রথমবার অটোরান হতে পারে তবে এরপর প্রতিবার গতানুগতিক পদ্ধতিতে প্রোগ্রামটি রান করতে হবে।
৩.৩.২ আনইনস্টল
(Uninstall)
উইন্ডোজ ১০ প্রোগ্রাম আনইনস্টল করার বেশ কয়েকটি প্রক্রিয়া আছে। তাদের মধ্যে-
Ø সেটিং (Setting) অপশন ব্যবহার করে।
Ø এ্যড অর রিমুভ প্রোগ্রাম (Add or Remove
Programs) ব্যবহার করে।
Ø কন্ট্রোল প্যনেল (Control Panel) ব্যবহার করে।
Control Panel প্রায় সব অপারেটিং সিস্টেমে পাওয়া যায় এবং বহুল প্রচলিত। তাই কন্ট্রোল প্যনেল এর সাহয্যে প্রোগ্রাম আনইনস্টল শিখবো।
আমরা কন্ট্রোল প্যনেল Command Prompt,
Windows PowerShell, Run, Search Box ইত্যাদির সাহায্যে রান করতে পারি।
Ø Go to search box,
type control panel, Run Control panel from suggested list.
Ø Go to programs or
Programs and Features.
Ø Select a program
from list which we want to remove, as soon visible a Uninstall icon top of the
window.
Ø Then click
Uninstall.
এর পরের প্রতিটি ধাপ ভিন্ন ভিন্ন প্রোগ্রামের জন্য ভিন্ন ভিন্ন এবং ২-
৪ টি ধাপ থাকতে পারে। প্রায় সব প্রোগ্রামের প্রতিটি ধাপে হা-বোধক যেমন-Next, Accept,
Yes, Go, Finish ইত্যাদি কমান্ড পছন্দ করে ক্লিক করতে হবে।
সতর্কতা: ট্রেনিং ইনস্টিটিউটে প্রাকটিস করবো না। প্রোগ্রাম ইনস্টল অথবা আনইনস্টল করার পর কম্পিউটার রিস্টার্ট করা ভালো।
No comments:
Post a Comment
Thank for your comment