কিছু খুঁজছি, তাহলে এখানে।

কাট (Cut) কপি (Copy) এবং পেস্ট (Paste

কাট এর বাংলা কেটে নেওয়া, জন্য কাট এর আইকন কাচি কপি বলতে একটা থেকে হুবহু আর একটা অর্থাৎ অনুলিপি তৈরি করা পেস্ট বলতে কঠিন এবং তরলের মাঝামাঝি অবস্থা, যেমন টুথপেস্ট তবে এখানে পেস্ট বলতে আঠা বা চেপকিয়ে বসিয়ে দেওয়া ধরা যাক বাসার ভিতরে দেওয়ালে একটি পোস্টার লাগানো আছে পোস্টারটি ভিতরে থাকার চাইতে বাইরের দেওয়ালে থাকা ভালো ভিতরের দেয়াল থেকে সুন্দর করে তুলে নেওয়াকে কাট বলা যেতে পারে এবং বাইরের দেয়ালে আঠার সাহায্যে লাগিয়ে দেওয়াকে পেস্ট বলা যেতে পারে যদি পোস্টার থেকে অনুরূপ আর একটা পোস্টার তৈরি করা হয় তাহলে এটাকে কপি বলা যেতে পারে

কাট, কপি এবং ডিলিট এর পূর্বশর্ত এবং প্রধান শর্ত সিলেক্ট করা সিঙ্গেল আইটেম সিলেক্ট করার জন্যসিঙ্গেল ক্লিক কিন্তু একাধিক আইটেম সিলেক্ট করার জন্য কীবোর্ডের Ctrl চেপে ধরে প্রতিটি আইটেমে আলাদা আলাদা করে ক্লিক

কাট (Cut) :

    Ø আইটেম সিলেক্ট

    Ø কীবোর্ড Ctrl+X প্রেস (Ctrl চেপে ধরে X প্রেস)

    Ø অথবা সিলেক্টকৃত আইটেমে রাইট ক্লিক Go to Cut এবং ক্লিক

পেস্ট (Paste): 


    Ø This PC এর সাহায্যে কাঙ্খিত লোকেশনে যেমন C Drive, D Drive, Document ইত্যাদিতে গমন বা এক্সেস

    Ø কীবোর্ড Ctrl+V প্রেস (Ctrl চেপে ধরে V প্রেস)

    Ø অথবা ফাঁকা অংশে রাইট ক্লিক, Go to Paste এবং ক্লিক

কপি (Copy):

    Ø আইটেম সিলেক্ট

    Ø কীবোর্ড Ctrl+C প্রেস (Ctrl চেপে ধরে C প্রেস)

    Ø অথবা সিলেক্টকৃত আইটেমে রাইট ক্লিক Go to Copy এবং ক্লিক

কপি কমান্ডের পরও কোন পরিবর্তন দেখা না গেলেও সিলেক্টকৃত আইটেম কপি হয়ে কম্পিউটারের অন্য মেমরী লোকেশনে জমা হয় এখানে কাট এবং কপি করা ডাটা জমা হয়  অংশকে ক্লিপবোর্ড বলা হয়

 

No comments:

Post a Comment

Thank for your comment

”কোটেশন”

ডিজিটাল শিক্ষা গ্রহন করি। নিজে ডিজিটাল হই। দেশকে ডিজিটাল করি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

সাইটটি ভাল লাগলে লাইক ও শেয়ার করুন