কম্পিউটারে বিভিন্ন এপ্লিকেশন সফটওয়্যারের সাহায্যে বিভিন্ন ধরনের কাজ করা যায়। কম্পিউটারের সাহায্যে এসব কাজ করার নির্দিষ্ট কিছু নিয়ম কানুন আছে। নিচে প্রাথমিক কিছু নিয়ম কানুন আলোচনা করা হলো। -
৩.১.১ কম্পিউটার চালু।
কম্পিউটার চালু করার পূর্বে কম্পিউটার ইনপুট ডিভাইস যেমন মাউস, কীবোর্ড এবং আউটপুট ডিভাইস যেমন মনিটর ভালো ভাবে সেট করে নিতে হবে। এসব ডিভাইসকে একসাথে পেরিফেরিয়াল ডিভাইস বলা হয়। পেরিফেরিয়াল ডিভাইস সমূহ একবার সেট করলেই হবে, বারবার সেট করতে হয়না।
কম্পিউটার চালু করার পুর্বে প্রত্যেকটি ডিভাইসের (পাওয়ার এবং ডাটা) ক্যাবল কানেকশন চেক করে নিতে হবে। বিদ্যুৎ সুইচ বোর্ডে পাওয়ার সুইচ অন করতে হবে। ডেস্কটপের ক্যাসিং এর সামনে কম্পিউটার অন করার সুইচে হালকা প্রেস করতে হবে। ভিন্ন ভিন্ন ক্যাসিং এর সুইচ ভিন্ন ভিন্ন ধরনের হয়ে থাকে এবং ভিন্ন ভিন্ন জায়গায় যেমন উপরে, নিচে অথবা মাঝখানে অবস্থান করে। ল্যাপটপের ক্ষেত্রে ল্যাপটপের পাওয়ার এডাপ্টর কানেকশন সেট করে ল্যাপটপের সুইচ অন করবো। উভয়ক্ষেত্রে সুইচ দেওয়ার পর সিগন্যাল বাতি জ্বলে উঠলে বুঝতে হবে কম্পিউটার রান হচ্ছে। অল্প সময় অপেক্ষা করলে কম্পিউটার পুরোপুরি রান হবে।
৩.১.২ ডেস্কটপ পরিচিতি
কম্পিউটার চালু করার পর কম্পিউটার পর্দায় (যেমন মনিটর) প্রথম যে স্কিনটা সামনে আসে তাকে ডেস্কটপ বলা হয়। একজন অফিসার বা অফিস ম্যানেজারকে অনেক ধরনের কাজ টেবিলে অর্থাৎ ডেস্কে বসে করতে হয়। অফিসার ডেস্কের প্রয়োজনীয় সরঞ্জাম (যেমন – কলম দানী, স্ট্রে, পানির গ্লাস, পেপার ওয়েট, ফাইল পত্র ইত্যাদ) সাজিয়ে রাখে। যখন যা দরকার চট করে নিয়ে কাজ শেষ করে আবার জায়গা মতো রেখে দেয়। অনুরূপ ভাবে কম্পিউটার ডেস্কটপে বিভিন্ন কাজের জন্য প্রয়োজনীয় টুলস ইচ্ছেমত সাজিয়ে রাখা যায়।
ক) আইকন (Icon) চিত্র:
ডেস্কটপে বিভিন্ন ধরনের আইকন থাকে। প্রত্যেকটি আইকন নির্দিষ্ট প্রোাগ্রামের প্রতিনিধিত্ব করে। আইকনের উপর ডাবল ক্লিক করলে আইকন যে প্রোগ্রামের প্রতিনিধিত্ব করে সে প্রোগ্রাম রান বা চালু হয়। যেমন ফোল্ডার আইকন, শর্টকার্ট আইকন, ইত্যাদি।
খ) টাস্কবার (Task bar) :
ডেস্কটপের সবার নিচে অনূভুমিক লম্বালম্বি বিভিন্ন আইকন সম্বলিত অংশকে
টাস্কবার বলে। বর্তমান কম্পিউটারে যেসব প্রোগ্রাম নিয়ে কাজ করে টাস্কবার সেসব প্রোগ্রামের আইকন ধারন করে। এজন্য এর নাম টাস্কবার, কারন টাস্ক মানে কাজ। অর্থাৎ যেসব কাজ চালু আছে সেসব কাজের আইকন যে অংশে ধারন করে তাই টাস্কবার। টাস্কবার সাধারনত নিচে থাকে, তবে ডানে, বামে বা উপরে ইচ্ছামতো সাজানো যায়।
গ) স্টার্ট (Start) আইকন:
ডেস্কটপের নিচে বাম পাশে অথবা টাস্কবারের বাম কোণে স্টার্ট বাটন বা স্টার্ট আইকন অবস্থিত। এ বাটন কম্পিউটারের সমস্থ প্রোগ্রাম ধারন করে। এই বাটনের সাহায্যে সব ধরনের প্রোগ্রাম রান করা যায়।
ঘ) সার্চ বক্স (Search Box):
স্টার্ট আইকনের ঠিক ডানে সার্চ বাক্স অবস্থিত। সার্চ আইকনের সাহায্যে কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রাম, ফাইল এবং অনলাইন থেকে কোন কিছু খুজে পাওয়া যায়।
ঙ) নটিফিকেশন এলাকা (Notification Area):
টাস্কবারের সবার ডানে ডেট এন্ড টাইমের বামে নোটিফিকেশন আইকন গুলো অবস্থিত। এখানে কম্পিউটারের বিভিন্ন ধরনের প্রোগ্রামের নোটিফিকেশনের প্রদর্শিত হয়।
চ) ডেট টাইম (Date Time):
ভালো
ReplyDeleteধন্যবাদ, আপনার পরিচিত সবার সাথে সাইটটি শেয়ার করুন।
Delete