কিছু খুঁজছি, তাহলে এখানে।

কম্পিউটার ব্যবহার বা পরিচালনার পূর্বে কিছু সাবধান বাণী।

. কম্পিউটারের ধারে কাছে ধোয়া বা ধরণের কিছুর প্রবেশ বন্ধ করতে হবে কারণ এগুলো হার্ডডিস্কে মারাত্মক কূফল বয়ে আনতে পারে

. কম্পিউটারকে সরাসরি সূর্যের আলো কিংবা আর্দ্র আবহাওয়া থেকে দুরে রাখতে হবে সাধারণত: এসি রুম হলে ভাল হয় ঘরের মধ্যে যেন কখনো ভেজা আবহাওয়া না থাকে এবং ঘরটি মোটামুটি ঠান্ডা থাকে

. দেওয়াল ঘেসে কখনই কম্পিউটারকে রাখা যাবে না প্রতিটি কম্পিউটারের মধ্যে নিজেকে ঠান্ডা রাখার জন্য বিশেষ ব্যবস্থা থাকে দেওয়াল ঘেসে রাখলে সে ব্যবস্থা বাধাগ্রস্থ হয় এছাড়াও দেওয়াল থেকে চুন, রং ইত্যাদি খসে কম্পিউটারের মধ্যে প্রবেশ করলে কম্পিউটার নষ্ট হয়ে যেতে পারে

. কম্পিউটারে বিদ্যুৎ সংযোগ অবশ্যই ভোল্ট ষ্টাবিলাইজার মাধ্যম হতে হবে যেমন- ইউপিএস কারণ আমাদের দেশে বিদ্যুতের উঠা-নামা যে দ্রুত গতিতে হয় তাতে কম্পিউটার হঠাৎ করে খুব বেশী ভোল্টেজ চলে আসতে পারে এতে কম্পিউটারের নাজুক জিনিসগুলো পুড়ে যেতে পারে

. কম্পিউটারের কাজ করার সময় অস্থির হয়ে কিছু করা যাবে না এমন অনেক কাজ আছে যা সম্পাদন করতে কম্পিউটার কিছুটা সময় নিতে পরে অস্থির হয়ে কিছু করলে কম্পিউটারের স্বাভাবিক কাজের ব্যাঘাত সৃষ্টি হবে ফলে কম্পিউটারের ক্ষতি হয়ে যেতে পারে এবং হ্যাং হয়ে যেতে পারে

. কম্পিউটার কীবোর্ড একাট প্রয়োজনীয় অংশ এই কীবোর্ডের বোতাম গুলো খুবই স্পর্শকাতর খুব বেশী জোরে চাপ দিয়ে অপারেট করা উচিৎ নয় কীবোর্ডের কাছাকাছি কোন পাণীয় দ্রব্য বা তরল পদার্থ রাখা যাবে না

. সরাসরি পাওয়ার সুইচ টিপে কম্পিউটার বন্ধ করা যাবে না কম্পিউটার বন্ধ করতে হলে পর্যায়ক্রমিক ভাবে সব প্রোগ্রামগুলো বন্ধ করে কম্পিউটারের নির্ধারিত শাটডাউন পদ্ধতিতে বন্ধ করতে হবে

. কম্পিউটার চালু করার পূর্বে পাওয়ার কানেকশন এবং ইনপুট  - আউটপুট সকল ডিভাইস ঠিক মতো কানেকশন দিতে হবে প্রয়োজনে প্রথম বার এক্সাপার্ট কারও কাছে সকল ধরনের কানেকশন সেটআপ দেখে নিন

. কম্পিউটার টেবিলে বসে খাওয়া হতে বিরত থাকতে হবে

১০. মনিটর এর উচ্চতা প্রায় চোখ বরাবর রাখতে হবে। তবে মনিটর চোখ থেকে সামান্য নিচে থাকা ভালো।

১১. একটানা কাজ করলে কিছুক্ষণ পর পর অল্প সময়ের জন্য চোখ বন্ধ রেখে চোখকে বিশ্রাম দিতে হবে।

১২. মনিটর থেকে চোখ এবং নিজেকে দুই থেকে তিন ফুট দূরে রাখতে হবে।

 


3 comments:

  1. Vary very helpful for us sir,,,thank you....

    ReplyDelete
    Replies
    1. আপনাকে ধন্যবাদ। আপনার পরিচিত সবার সাথে ওয়েব সাইট লিংক শেয়ার করুন।

      Delete
  2. ধন্যবাদ

    ReplyDelete

Thank for your comment

”কোটেশন”

ডিজিটাল শিক্ষা গ্রহন করি। নিজে ডিজিটাল হই। দেশকে ডিজিটাল করি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

সাইটটি ভাল লাগলে লাইক ও শেয়ার করুন