কিছু খুঁজছি, তাহলে এখানে।

ডেসিমেল টু বাইনারী এবং বাইনারী টু ডেসিমেল রূপান্তর সহজ পদ্ধতি

ডেসিমেল (দশমিক) থেকে বাইনারী রূপান্তর সহজ পদ্ধতি

বাইনারী নাম্বার সিস্টেমের স্থানীয় মান নির্ধারক ডান থেকে প্রতি ঘর বামে গুন করে বৃদ্ধি পাওয়া নাম্বার সিরিজটি মনে রাখতে হবে যা নিম্নরূপ

128

64

32

16

8

4

2

1

দশমিক সংখ্যাটি উপরে প্রদত্ত সারনীর যেসব সংখ্যার যোগফল সেসব স্থানে এবং বাকী স্থানে বসালে কাঙ্খিত বাইনারী সংখ্যা পাওয়া যাবে

উদাহরন হিসেবে (৪২)১০ দশমিক সংখ্যাকে বাইনারীতে রূপান্তর করি

৪২ হচ্ছে ৩২, , এর যোগফল

42=32+8+2

128

64

32

16

8

4

2

1

0

0

1

0

1

0

1

0

অতএব দশমিক (৪২)১০ এর বাইনারী (০০১০১০১০) অথবা (১০১০১০) সামনে শূন্য কোন মান থাকে না

বাইনারী থেকে ডেসিমেল (দশমিক) রূপান্তর সহজ পদ্ধতি

বাইনারী নাম্বার সিস্টেমের স্থানীয় মান নির্ধারক ডান থেকে প্রতি ঘর বামে গুন করে বৃদ্ধি পাওয়া নাম্বার সিরিজটি মনে রাখতে হবে যা নিম্নরূপ


128

64

32

16

8

4

2

1

বাইনারী সংখ্যার যেসব স্থানে আছে সেসব স্থানে অন (বিদ্যুৎ আছে) এবং বাকী স্থানে অফ ধরা হয় বাইনারী সংখ্যাটিতে যেসব স্থানে আছে সেসব অংকের স্থানীয় মান গুলো যোগ করলে কাঙ্খিত দশমিক সংখ্যা পাওয়া যাবে

উদাহরন হিসেবে (১০১১১০) বাইনারী সংখ্যাকে দশমিকে রূপান্তর করি

32, 8, 4, 2 এসব স্থানীয় মানের স্থানে 1 আছে

128

64

32

16

8

4

2

1

 

 

1

0

1

1

1

0

৩২+++ = ৪৬

সুতরাং (১০১১১০)  বাইনারী সংখ্যার দশমিক সংখ্যা (৪৬)১০


No comments:

Post a Comment

Thank for your comment

”কোটেশন”

ডিজিটাল শিক্ষা গ্রহন করি। নিজে ডিজিটাল হই। দেশকে ডিজিটাল করি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

সাইটটি ভাল লাগলে লাইক ও শেয়ার করুন