কিছু খুঁজছি, তাহলে এখানে।

. . . . . . . . সতর্কতা . . . . . . . .সতর্কতা . . . . . . . .সতর্কতা . . . . . . . .


এই অধ্যায় শুরু করার আগে এক্সারসাইজ ফাইলগুলো ডানপাশের ডাউনলোড আইটেম থেকে ডাউনলোড করে নিন। অথবা QR Code স্ক্যান করুন এবং ফাইল ডাউনলোড করার জন্য কম্পিউটার ডিভাইস ব্যবহার করুন। যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন।

ম্যানু বারের বাম দিক থেকে প্রতিটি লেসন শিখবো যেমন প্রথমে Fundamental তারপর Operating Computer তারপর Word ইত্যাদি।





মোবাইল          :       ০১৭২৩-৮১৮৩৪২

Whatsapp:     01723-818342

ফেসবুক           :      www.facebook.com/akdazad

                        www.facebook.com/makit2300

E-Mail        :     akdazad@gmail.com/ 

                        makit2300@gmail.com


DataBase (ডেটাবেস) প্রাথমিক আলোচনা।

DataBase (ডেটাবেস)

Data শব্দটি ল্যাটিন শব্দ Datum এর বহুবচন Data শব্দের অর্থ উপাত্ত এবং Base শব্দের অর্থ ঘাটি বা সমাবেশ শাব্দিক অর্থে উপাত্তের সমাবেশ যেমন সেনা ঘাঁটিতে অনেক সেনা সদস্য থাকে রাজনৈতিক সমাবেশে হাজার হাজার মানুষ জড়ো হয়

ডাটাবেজ হচ্ছে পরস্পর সম্পর্ক যুক্ত হাজার উপাত্তের সমাবেশ যা সহজে ব্যবহার, ব্যবস্থাপনা এবং আপডেট করা যায়

এম.এস.এক্সেস রান বা চালু করা এবং নতুন ডেটাবেজ ফাইল তৈরি।

এম.এস.এক্সেস রান বা চালু করা:

এমএস এক্সেস প্রোগ্রাম এর সাহায্যে ডেটাবেজ এর কাজ করতে চাইলে সবার প্রথমে এম এস অফিস প্যাকেজ প্রোগ্রামটি ইনস্টল করতে হবে এককভাবে এমএস এক্সেস (Access) পাওয়া যায় না কম্পিউটারের ইনস্টল কৃত প্রোগ্রাম রান করার পদ্ধতিকম্পিউটার অপারেটিং এবং ফাইল ম্যানেজিংঅধ্যায় থেকে শিখে আসছি প্রোগ্রাম রান করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে সার্চ বক্সের সাহায্যে রান করা এজন্য

Table (DataSheet View, Design View, Data Type, Data Entry in table)

এক্সেসে মোট দুই প্রকার টেবিল ভিউ পাওয়া যায় যথা-

০১. DataSheet View:

টেবিলের মধ্যে ডাটা প্রবেশ করানোর সময় ডাটাশিট ভিউ ওপেন করতে হয় ডাটাশিট ভিউতে টেবিলে ডাটা প্রবেশ করার অনুমতি প্রদান করে ডাটা ইডিট বা ডিলিট করার অনুমতি প্রদান করে কিন্তু ডেটাবেজ বা টেবিলের স্ট্রাকচার পরিবর্তন করার অনুমতি প্রদান করে না সাধারনত ডাটা প্রবেশ করানোর জন্য ডাটাশিট ভিউ ওপেন করা হয়

০২. Design View:

ডাটাবেজ তৈরি করার পর টেবিলের গঠন বা স্ট্রাকচার ঠিক করার জন্য ডিজাইন ভিউ তে কাজ করতে হয় ডিজাইন ভিউ তে টেবিল তৈরি করা এবং পরিবর্তন করা যায় টেবিলের ফিল্ড গুলো ইচ্ছামতে পরিবর্তন করা যায় ডিজাইন ভিউতে টেবিল ফিল্ডের মধ্যে বিভিন্ন রুলস প্রয়োগ করা যায় এক কথায় বলতে গেলে টেবিল ডিজাইন করার জন্য ডিজাইন ভিউ একটিভ করতে হয়

Working with table & Table Records.

Create Table:

Exercise ফোল্ডার এর Access ফোল্ডার হতে ‘Girls School’ ডাটাবেজ ফাইলটি ওপেন করি ‍Student Admission এবং Guardian Info নামে দুইটি টেবিল আছে কিন্তু একটা Girls School’ একাধিক টেবিল থাকতে পারে যেমন- Result, Teacher Info, Accounted Info ইত্যাদি আমরা Result নামে নতুন একটা টেবিল তৈরি করবো, যেখানে ফিল্ড হবে Student ID, Name, Class Name, Total Marks. টেবিল তৈরি করার জন্য

Filtering & Sorting in MS Access.

Filtering:

Filter এর বাংলা ছাকনি Filtering এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে অপ্রয়োজনীয় উপাদান কে সরিয়ে ফেলে শুধুমাত্র প্রয়োজনীয় অংশকে আলাদা করা যায় যেমন চা পাতা এবং পানি সিদ্ধ করার পর ছাকনির সাহায্যে চা পাতাকে আলাদা করে ফেলে দেওয়া হয়

এম.এস.এক্সেসে ফিল্টার এমন একটি প্রক্রিয়া বা ফিচার যার সাহায্যে ডাটাবেজের হাজার হাজার ডাটা থেকে নির্দিষ্ট ডাটাকে আলাদা করা যায়

What is Query? কুয়েরীর প্রয়োগ।

কুয়েরি (Query)

ডেটাবেজে এক বা একাদিক টেবিলে সংরক্ষিত বিপুল পরিমান ডেটা থেকে প্রয়োজনীয় যেকোন সংখ্যক ডেটাকে দ্রুত বা খুব সহজে খুঁজে বের করাকার্যকরী পদ্ধতিকে কুয়েরি বলে। কুয়েরির সাহায্যে প্রয়োজনীয় ডেটা প্রদর্শন করা বা ছাপানো যায়।

বিভিন্ন প্রকার কুয়েরিঃ 

সিলেক্ট কুয়েরি (Select Query)

কোনো ডেটাবেজ টেবিলের ফিল্ড বা কলাম নির্বাচন করে যে কুয়েরি করা হয় তাকে সিলেক্ট কুয়েরি বলা হয়।

প্যারামিটার কুয়েরি (Parameter Query)

What is Form in Access? Design Form and Report.

ফর্ম (Form)

ফর্ম পূরন বা ফর্ম ফিলাপ কথাটি আমরা খুব শুনেছি। ভর্তির জন্য ফর্ম ফিলাপ করেছি, পরীক্ষায় অংশগ্রহন করার জন্য ফর্ম ফিলাপ করেছি। চাকরীর পরীক্ষায় অংশগ্রহনের জন্য ফর্ম ফিলাপ করেছি। ফর্ম ফিলাপ বলতে আমরা ফর্মের মধ্যে কিছু তথ্য দিয়ে পূরন করে থাকি।

ফর্ম হচ্ছে এম.এস এক্সেসের একটি অবজেক্ট। সাধারনত ডেটাবেজে ডাটা এন্ট্রি এবং ডাটা প্রদর্শন করার জন্য ফর্ম ব্যবহার করা হয়। গ্রাফিক্স, ইমেজ, টেক্স ইত্যাদি ব্যবহার করে আকর্ষনীয় ভাবে ফর্ম ডিজাইন করা হয়। ফলে ডেটাবেজে ডাটা এন্ট্রি করতে সহজ হয়।

”কোটেশন”

ডিজিটাল শিক্ষা গ্রহন করি। নিজে ডিজিটাল হই। দেশকে ডিজিটাল করি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

সাইটটি ভাল লাগলে লাইক ও শেয়ার করুন